Saturday , 18 May 2024
শিরোনাম

শিক্ষকদের অনশন স্থগিত, ফিরছেন ক্লাসে

বেসরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের আশ্বাসে অনশন স্থগিত করেছেন জাতীয় প্রেসক্লাবের সামনে আন্দোলনরত শিক্ষকরা। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বাংলাদেশ টিচার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) সাধারণ সম্পাদক শেখ কাওছার আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার (২ আগস্ট) থেকে তারা শ্রেণিকক্ষে ফিরে যাচ্ছেন।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা কবির বিন আনোয়ারের আমন্ত্রণে আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে যান শিক্ষক নেতারা। রাত ৮টার দিকে সভায় বসেন তারা। সভায় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীসহ আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক উপ-কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে টানা ২১ দিন অবস্থান কর্মসূচি পালন শেষে আজ (মঙ্গলবার) আমরণ অনশন শুরু করেন আন্দোলনকারী শিক্ষকেরা। তারা আগেই ঘোষণা দিয়েছিলেন ৩১ জুলাইয়ের মধ্যে অভিভাবক হিসেবে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ না পেলে অনশন শুরু করবেন।

পরে বেলা ১১টার দিকে প্রেসক্লাবের সামনে গিয়ে দেখা যায়, কিছুসংখ্যক শিক্ষক কাফনের কাপড় পরে বসে আছেন। আর অধিকাংশ শিক্ষক এদিক-ওদিক দাঁড়িয়ে আছেন। কেউ কেউ বক্তব্য দিচ্ছেন, কেউ কেউ তা মুঠোফোনে ধারণ করছেন। কেউ আবার প্ল‍্যাকার্ড হাতে ঝুলিয়ে বসে আছেন। তাদের বক্তব্য ছিল, জাতীয়করণ না হওয়া পর্যন্ত ঘরে ফিরবেন না।

Check Also

পাঠ্যবই থেকে বাদ যাচ্ছে আলোচিত ‘শরীফ-শরীফার গল্প’

৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি পর্যন্ত নতুন শিক্ষাক্রমে পাঠদান চলছে চলতি বছর থেকে। তবে নতুন শিক্ষাক্রমের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x