প্রচণ্ড ঠান্ডা ও হিমেল বাতাসে সিরাজগঞ্জের উল্লাপাড়াসহ উত্তরাঞ্চলে জেঁকে বসেছে শীত, ঘন কুয়াশায় নাকাল হয়েছে জনজীবন, শীতের এই তীব্রতায় বেশি অসহায় হয়ে পড়েছে শিশু-বৃদ্ধসহ নিম্ন আয়ের মানুষজন, এসব শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ালেন সুপ্রিম কোর্টের আইনজীবী নাহিদ সুলতানা যুথিবৃহস্পতিবার (০৫ জানুয়ারি) দুপুরে উল্লাপাড়া পৌরসভার শ্রীকোলা মহল্লায় চার হাজার কম্বল বিতরণ করেন তিনি,
বিতরণ অনুষ্ঠানে উত্তরবঙ্গ আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. নাহিদ সুলতানা যুথী বলেন, ‘আমরা আপনাদের ঘরের সন্তান, এই শীতে আপনারা অমানবিক কষ্ট করবেন তা কোনো ভাবেই সম্ভব নয়, আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমরা এসেছি আপনাদের দ্বারেপরিবারের সদস্য হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে চাই,’
এ সময় উপস্থিত ছিলেন সমাজ সেবক হাসান সাঈদ কিরণ, পাবনা জেলা যুবলীগের আহ্বায়ক সনি বিশ্বাস, উল্লাপাড়া উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মো. তোফায়েল ইসলাম বকুল, সিরাজগঞ্জ জেলা যুবলীগের সদস্য মো. আলহাজ্ব সরকার, সাবেক ছাত্রনেতা মো. আলিফ বিন আশরাফ সুফল ও আওয়ামী লীগ নেতা জিয়াউর রহমান জিয়া প্রমুখ,