Tuesday , 21 May 2024
শিরোনাম

শুধু ঢাকা সিটিতে নয়, সারাদেশেই ডেঙ্গু রোগী পাওয়া যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

মানিকগঞ্জ প্রতিনিধি,
‘শুধু ঢাকা সিটিতে নয়, সারাদেশেই ডেঙ্গু রোগী পাওয়া যাচ্ছে। এডিস মশা সারাদেশে ছড়িয়ে গেছে’- বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জ কর্ণেল মালেক মেডিকেল কলেজে ডে উপলক্ষ্যে হাসপাতালের অন্ত:বিভাগের বেশ কয়েকটি ইউনিট উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘সারাদেশে দেড় লাখ মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। প্রতিদিন গড়ে আড়াই হাজার মানুষ নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে। এ পর্যন্ত ৭০০ মানুষ মৃত্যুবরণ করেছেন। বর্তমানে সরকারি-বেসরকারি হাসপাতালে স্যালাইনের কোনো অভাব নেই। তবে কেউ কেউ বলছে বাজারে স্যালাইনের কিছুটা ঘাটতি রয়েছে। আমরা সাত লাখ ব্যাগ স্যালাইন ভারত থেকে আমদানী করার অনুমোদন দিয়েছি। আজকালের মধ্যে সাড়ে তিন লাখ ব্যাগ স্যালাইন দেশে এসে যাবে। বাকীটা পরেরদিন আসবে, এর বেশী লাগলেও আমরা আনার ব্যবস্থা করবো।’

স্বাস্থ্য মন্ত্রী আরো বলেন, ‘মশা নিধনের কার্যক্রম কয়েক মাস করলে চলবে না। সারাবছর মশা নিধনের কার্যক্রম চলাতে হবে। তবেই মশা নিধন করা সম্ভব হবে। এখনো মশা বাড়ছে, তাই রোগীও বাড়ছে। এতে মৃত্যুও বাড়ছে। যে পর্যন্ত মশা না কমবে, সে পর্যন্ত মৃত্যুও কমবে না। প্রতিটি বাড়িতে গিয়ে সরকারের পক্ষে পরিস্কার পরিচ্ছন্নতা করা সম্ভব নয়, এর জন্য সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।’

বিএনপি প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগের রাজনীতি হচ্ছে দেশের উন্নয়ন। বিএনপি জামায়েতের রাজনীতি হচ্ছে সন্ত্রাস আর গ্রেনেড হামলা করা। তারা মানুষের উন্নয়ন চায় না তারা মানুষকে পুড়িয়ে মারে। তারা দেশের স্বাধীনতাও চায়নি। বিএনপি অপ্রচার ও মিথ্যা কথার রাজনীতি করে। তাদের কাজই হলে মিথ্যাকে সামনে এনে মানুষকে বিভ্রান্তি করা। সামনে জাতীয় নির্বাচন দেশের মানুষ সঠিক সিদ্ধান্ত নিবেন, তারা বিএনপি জামায়াতকে ক্ষমতায় আনতে চায় না। কারণ বিএনপি এখন হচ্ছে নেতা বিহীন একটি দল। নেতা বিহীন দল আর চালক ছাড়া গাড়ী একই কথা। ওই চালক ছাড়া গাড়ীতে মানুষ চড়তে চায় না।’

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক কর্নেল মালেক মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের পুরুষ ও নারী রোগীদের চিকিৎসার খোঁজ খবর নেন। পরে, স্বাস্থ্যমন্ত্রী ছাত্র শিক্ষকদের র‌্যালিতে অংশ নিয়ে কেক কাটেন এবং গাছের চারা রোপন করে কর্নেল মালেক মেডিকেল কলেজের ডে’র উদ্বোধন করেন।

কর্নেল মালেক মেডিকেল কলেজের অধ্যক্ষ জাকির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- জেলা সিভিল সার্জন ডা. মোয়াজ্জেম আলী খান চৌধুরী, কর্নেল মালেক মেডিকেল কলেজের পরিচালক ডাক্তার আরশ^াদ উল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, অতিরিক্ত জেলা প্রশাসক মহসীন মৃধা, অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার, শিশু বিভাগের অধ্যাপক নাজমা বেগম প্রমুখ।

Check Also

কঠোরভাবে বাজার মনিটরিং শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরতে কঠোরভাবে বাজার মনিটরিং শুরু করতে বাণিজ্য প্রতিমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x