Saturday , 18 May 2024
শিরোনাম

শ্রীনগরে কোভিড ক্ষতিগ্রস্থদের মাঝে বিআরডিবির ১২লক্ষ টাকা ঋণ সহায়তা প্রদান।

শ্রীনগরে কোভিড ক্ষতিগ্রস্থদের মাঝে বিআরডিবির ১২লক্ষ টাকা ঋণ সহায়তা প্রদান।

মুন্সীগঞ্জ প্রতিনিধি :

মুন্সীগঞ্জের শ্রীনগরে কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্থ পল্লী উদ্যোক্তাদের মধ্যে প্রধানমন্ত্রীর ঘোষিত এসএমই ঋণ সহায়তা প্রদান করা হয়েছে।  মঙ্গলবার (১২ এপ্রিল)  উপজেলা বিআএডিবি কর্যালয় থেকে কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্থ ৮জন পল্লী উদ্যোক্তাদের ৮ লক্ষ ও ৯জন নারী  কৃষকদের মাঝে ৪ লক্ষ টাকা ঋণ দেয়া হয়।

এছাড়া পর্যায়ক্রমে যাচাই বাছাই  করে সকল ক্ষতিগ্রস্তদের মাঝে ৪% সুদে এ ঋণ বিতরন করা হবে যা ১৮ কিস্তিতে ২ বছরের মধ্যে পরিশোধ করতে হবে। উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো: অলিউল্লাহ খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ। উল্লেখ্য,  সরকার এ খাতে বিআরডিবিকে ৩০০কোটি টাকা দিয়েছে।  প্রধান অতিথির বক্তব্য উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ বলেন, এ ঋণের মাধ্যমে মাঠ পর্যায়ের পিছিয়ে পড়া ও ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র উদ্যোক্তারা কিছুটা হলেও ঘুরে দাড়াতে পারবে ।

Check Also

নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ চারজনের মৃত্যু

নরসিংদীতে আলাদা স্থানে বজ্রপাতের ঘটনায় মা-ছেলেসহ চারজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ মে) দুপুর ১২টার দিকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x