Friday , 3 May 2024
শিরোনাম

সপ্তম বারের মতো ওমানের সফল ব্যবসায়ী ইয়াছিন চৌধুরী সিআইপি নির্বাচিত

লোকমান আনছারী রাউজান প্রতিনিধি

বাংলাদেশে বৈধ চ্যানেলে সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণকারী’ হিসেবে সপ্তম বারের মতো-এনআরবি সিআইপি নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম সমিতি ওমানের সভাপতি মোহাম্মদ ইয়াছিন চৌধুরী। তিনি বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় গত ১৮ ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবসে রাজধানী ওসমানী স্মৃতি মিলানায়তে এক অনুষ্ঠানে তার হাতে সনদ ও সম্মাননা স্মারক তুলে দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদ। জানা যায়, ২০১১ সালে প্রথমবার এই সম্মাননা পান তিনি। এরপর ২০১৫ ,২০১৬ সাল থেকে টানা সাতবার পেলেন এই সম্মাননা। এবার প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ২০২০ সালে সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণকারী ক্যাটাগরিতে তাকে সম্মাননা দিয়েছে। মোহাম্মদ ইয়াছিন চৌধুরী ১৯৯৫ সালে স্নাতক পাস করে ২১ বছর বয়সে শ্রমিক ভিসা নিয়ে পাড়ি জমান মধ্যপ্রাচ্যের ওমানে। সেখানে তিনি একটি দোকানে বাংলাদেশি মুদ্রায় ১০ হাজার টাকা বেতনের চাকরি করতে। তিনি চাকরিতে আটকে থাকতে চাননি। সেখানে তিনি কঠোর পরিশ্রম করে ধীরে ধীরে গড়ে তোলেন নিজের আসবাবশিল্পের প্রতিষ্ঠান। দুই বছরে আসবাবের ব্যবসায় সফলতা পাওয়ার পর আল কামেল এন্টারপ্রাইজ’ নামের একটি প্রতিষ্ঠান খুলে হিমায়িত মাছের ব্যবসা শুরু করেন। হিমায়িত মাছের ব্যবসায়ও সফল হয়েছেন তিনি। তার এসব প্রতিষ্ঠানে দুইশ’রও বেশি বাংলাদেশি শ্রমিক কাজ করছে। চট্টগ্রামের রাউজান উপজেলার চিকদাইর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দক্ষিণ সর্তা গ্রামের আলম শাহ্ চৌধুরী বাড়ীর মোহাম্মদ মুছা চৌধুরী ও খুরশীদা বেগমের ৪র্থ সন্তান ইয়াছিন চৌধুরী। তিনি ২১ বছর বয়সে ওমানে গিয়ে দুই বছরের মধ্যে নিজেকে সফল ব্যবসায়ী হিসাবে গড়ে তোলেন। বর্তমান ইয়াছিন চৌধুরী একজন সফল উদ্যোক্তা। শুধু একজন সফল উদ্যোক্তাই নন, দেশে সর্বোচ্চ রেমিট্যান্স তথা প্রবাসী আয় যারা পাঠান, তাদেরই একজন তিনি। ইয়াছিন চৌধুরী জানান, মধ্যপ্রাচ্যের দেশ ওমানজুড়ে রয়েছে তার আসবাবের ১২টি শোরুম রয়েছে। পাশাপাশি হিমায়িত মাছের ব্যবসায়ও রয়েছে। তার প্রতিষ্ঠানে ২শ’রও বেশি বাংলাদেশি শ্রমিক কাজ করে।৭ বারের মতো প্রাবসী সিআইপি হওয়ার অনুভূতি জানাতে চাইলে ইয়াছিন চৌধুরী বলেন, আমি প্রমাণ করতে সপ্তম হয়েছি কঠোর পরিশ্রম আর সততা দিয়ে প্রবাসে একজন সাধারণ শ্রমিকও মালিক হতে পারেন এবং রাষ্ট্রীয় সম্মান অর্জন করতে পারেন।

Check Also

ফরিদগঞ্জ ভাইস-চেয়ারম্যান প্রার্থী সাবেক ছাত্রনেতা আকবর হোসেন মনির।

স্টাফ রিপোর্টার: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন সাবেক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x