রাশিয়ার সেনারা বর্তমানে ইউক্রেনে সফলতা পাচ্ছে। পুতিনের সেনাবাহিনী পূর্ব দোনবাসের অঞ্চলগুলোতে প্রবেশ করা শুরু করেছে।
রাশিয়ার সেনারা দোনবাসে বড় শক্তি নিয়ে হামলা চালাচ্ছে। শুধু যে তারা অনেক সেনা নিয়ে এসেছে তা নয়। তাদের আছে কামান, সেনা ও বিমান শক্তি।
বুধবার সকালে লুহানেস্কের গভর্নর জানান, রাশিয়ার সেনা বিপুল পরিমাণে আসছে যা ভাষায় প্রকাশ করার মতো না।
প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি এবিসি নিউজকে জানান, দোনবাসে বর্তমানে ইউক্রেনীয় সেনা ৭ জন থেকে ১ জনে নেমে গেছে।
এদিকে বর্তমানে রাশিয়ার লক্ষ্য হলো সেভোরোদোনেৎস্ক এবং লাইসাইচেনস্ক দখল করা।
এই দুটি অঞ্চলে লম্বা যুদ্ধের প্রস্তুতি নিয়ে কয়েক হাজার ইউক্রেনীয় সেনা ঘাঁটি গেড়েছিল। কিন্তু বর্তমানে তারা বিচ্ছিন্ন হয়ে যাওয়া এবং বিশাল রুশ বাহিনীর দ্বারা মুছে যাওয়ার শঙ্কায় আছে।
আর যদি এ দুটি অঞ্চল থেকে যদি ইউক্রেনীয় সেনারা সরে যেতে বাধ্য হন তাহলে যুদ্ধের ময়দান থেকে বিপুল সংখ্যক সেনাকে হারাবে ইউক্রেন।
সূত্র: বিবিসি