ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রলীগের যৌথ সম্মেলনে অংশ নিয়ে ক্ষুব্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সব নেতা, তাহলে কর্মী কোথায়! এত নেতা স্টেজে, কর্মী কোথায়? এই ছাত্রলীগ আমার চাই না। এ সময় কমিটির সদস্য ছাড়া সবাইকে মঞ্চ ছেড়ে চলে যেতে বলেন তিনি।
ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে (জয়-লেখক) উদ্দেশ্যে করে ওবায়দুল কাদের বলেন, এই ছাত্রলীগ চাই না। শেখ হাসিনার ছাত্রলীগ, বঙ্গবন্ধুর ছাত্রলীগ এই ছাত্রলীগ না। মুজিব কোট পরলেই মুজিব সৈনিক হওয়া যায় না। মুজিব সৈনিক হতে হলে মুজিবের আদর্শের সৈনিক হতে হবে।
শুক্রবার (২ ডিসেম্বর) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এসময় প্রধান অথিতির বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সব পোস্টার নামাও, স্লোগান বন্ধ। এটাই কি ছাত্রলীগ! কোনো শৃঙ্খলা নেই! পোস্টার নামাতে বলছি, নামায় না!আওয়ামী লীগের সিনিয়র নেতা ওবায়দুল কাদের বলেন, আজকে নানকের মতো, আপনাদের (ছাত্রলীগের) দায়িত্বপ্রাপ্ত, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী, যুবলীগের সাবেক চেয়ারম্যান, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সময়ের অভাবে বক্তৃতা করতে পারেনি। আপনারা (ছাত্রলীগ) মাইক ধরলে ছাড়েন না।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, সাবেক ছাত্রলীগ নেতা নজরুল ইসলাম বাবু।
দীর্ঘ চার বছর পর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রলীগের যৌথ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ পেতে আগ্রহী প্রার্থীর সংখ্যা ৩০০ জন। পদপ্রত্যাশীদের ব্যানার-পোস্টারে ছেয়ে গেছে পুরো নগর।