সিলেট প্রতিনিধিঃ ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেটের উপ-পরিচালক মাওলানা শাহ মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, ইসলামের ইতিহাসে সর্বাপেক্ষা জ্ঞানী ও প্রাজ্ঞবান মহিলা ছিলেন উম্মুল মুমিনীন হযরত আয়শা (রা.)। তিনি একাধারে ছিলেন হাদিসের শিক্ষক ও ফকিহ। তেমনি ছিলেন সত্য ও ন্যায়ের লড়াকু সৈনিক। আজকের মুসলিম মহিলাদেরকে হযরত আয়শার পদাংক অনুসরণ করে সমাজকে এগিয়ে নিতে হবে।
সোমবার (১২ সেপ্টেম্বর) ইসলামিক ফাউন্ডেশন সিলেটের উদ্যোগে উম্মুল মুমিনিন হযরত আয়শা (রা.) এর জীবন-কর্ম শীর্ষক আলোচনা সভা ও মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
ইসলামিক ফাউন্ডেশন সিলেটের পরিচালক আবু ছিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও সৈয়দ ফখরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামী আলোচক সালমা জাহান। অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের শতাধিক মহিলা অংশ নেন।