সাটুরিয়া (প্রতিনিধি) মানিকগঞ্জ।
মানিকগঞ্জের সাটুরিয়ায় হরগজ ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাদল মেম্বারের নির্দেশে হরগজ পূর্বনগর সলিমুল্লাহ (৬৫) খানের বাড়ির কয়েকটি ফলজ গাছ কেটে ফেললেন ছোট ভাই আহসানুল্লাহ খান (৫৫) স্থানীয় সূত্রে কয়েকজন মাতব্বরের সাথে কথা বলে যানা যায়, পারিবারিক কলহের কারনে দীর্ঘ দিন যাবত এই পরিবারে ভাই ভাইয়ে জমি ও রাস্তা নিয়ে বিবাদ চলছে। ছোট ভাই আহসানুল্লাহ খান বড় ভাইয়ের কিছু ফসিল জমি ও বাড়ির কিছু জায়গা দখল করে খাচ্ছে। এ নিয়ে এলাকায় সাবেক মেম্বার ও মাতব্বরা কয়েকবার সালিশে বসলে ও ছোট ভাই আহসানুল্লাহর কারনে তা মিমাংসা করতে পারে নাই। এর মাঝেই আহসানুল্লাহ ইউ পি সদস্য বাদল মিয়াকে সাথে নিয়ে বড় ভাই সলিমুল্লাহর বিরুদ্ধে সাটুরিয়া থানায় অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকুমার বিশ্বাস স্থানীয় মেম্বার বাদল মিয়াকে মিমাংসা করে দিতে বলেন। এ সুযোগে মেম্বার বাদল মিয়া ভুক্তভোগী পরিবারকে না জানিয়ে শুক্রবার ১১ ঘটিকার সময় নিজে দাঁড়িয়ে থেকে আহসানুল্লাহকে দিয়ে গাছ গুলো কাটান। গাছ কাটার বিষয়ে ইউপি সদস্য বাদল মিয়ার কাছে জানতে চাইলে এ বিষয়ে এড়িয়ে যান। মানিকগঞ্জ জেলা সবুজ পরিবেশ আন্দোলনের সভাপতি রাজ্জাক হোসেন রাজ বলেন গাছেরও প্রাণ আছে, তাই অহেতুক কোন গাছ কাটা বে না। কেউ যদি গাছ কেটে থাকে সেটা সুষ্ঠ তদন্ত করে দোষী সাব্যস্ত হয়, তাকে আইনের আওতায় আনা হোক। এ বিষয়ে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকুমার বিশ্বাসের কাছে জানতে চাইলে,বলেন আমি ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে একটি অভিযোগ পেয়েছি। সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নিব।