সাতকানিয়া প্রতিনিধি ,মোহাম্মদ হোছাইন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষে
“শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেখ রাসেলদিবসউপলক্ষে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৮ অক্টোবর মঙ্গলবার সকাল ৯.৩০ ঘটিকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন ও বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরার সভাপতিত্বে ও সহকারী প্রোগ্রামার আনোয়ার হোসাইন এর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার, সাতকানিয়া সার্কেল শিবলী নোমান,
সহকারী কমিশনার ভূমি মং চিং নু মারমা, উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, মৎস্য কর্মকর্তা সৈকত শর্মা, উপজেলা প্রকৌশলী পারভেজ সরওয়ার হোসেন, সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ তারেক মো: আবদুল হান্নান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: আজিম শরীফ, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোম্মদ আবু তালেব মন্ডল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: রিজুয়ান উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: কামরুল হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: মাহাবুবুল আলম,
সহকারী শিক্ষা কর্মকর্তা মীর কাশেদুল হক, জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা মো: ফয়সাল, সাতকানিয়া মডেল হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: ইলিয়াছ, সাংবাদিক খোকন প্রমুখ। উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা’র নেতৃত্বে এক বিশাল র্যালী সাতকানিয়া উপজেলা ও পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।