Saturday , 4 May 2024
শিরোনাম

সাতকানিয়ায় কম্বল বিতরণ অনুষ্ঠানে মুঠোফোনে ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া দেশে গরম কাপড়ের অভাবে শীতে মানুষ কষ্ট পাবে না

সাতকানিয়া প্রতিনিধি ,মোহাম্মদ হোছাইন:

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষকে শিক্ষা, চিকিৎসা ও প্রয়োজনীয় খাদ্যের ব্যবস্থা করার পাশাপাশি উদ্বাস্তু গৃহহীন মানুষকে ঘর উপহার দিয়ে নজির সৃষ্টি করেছেন। পদ্মা সেতু, কর্ণফুলী টানেল নির্মাণ ও মেট্রোরেল চালুসহ দেশে বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন করে বিশ্বের নজির সৃষ্টি করেছেন। তেমনি বঙ্গবন্ধু কন্যার নির্দেশে দেশের মানুষ গরম কাপড়ের অভাবে শীতে যাতে কষ্ট না পায়, সেজন্য কম্বল বিতরণ করা হচ্ছে। তিনি আজ (সোমবার) সকালে সাতকানিয়ার ১৭ ইউনিয়ন ও পৌরসভায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে মুঠোফোনে এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের এর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগ সভাপতি মোহাম্মদ আলী’র সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাতকানিয়া আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট সুনিল বড়ুয়া জেলা পরিষদ সদস্য সুরাইয়া খানম লিলি, উপজেলা আ.লীগ নেতা জাফর আলম, রেজাউল করিম, ইউনিয়ন চেয়ারম্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, ওচমান আলী, রমজান আলী, তাপস কান্তি দত্ত, আ.ফ.ম মাহবুবুল হক সিকদার, আবু ছালেহ, নাসির উদ্দীন টিপু, জসিম উদ্দীন, রিদুয়ানুল ইসলাম সুমন, স্বেচ্ছাসেবকলীগ নেতা ইরফানুর রহমান সুমন, সাবেক চেয়ারম্যান মনির আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী শামসুল ইসলাম, যুবলীগ নেতা কামাল উদ্দীন ও ছাত্রলীগ নেতা ইয়াছিন চৌধুরী জনি। এছাড়া আ.লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা এ সময় উপস্থিত ছিলেন।

Check Also

বড় জয়ে শুরু বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি

ম্যাচ শুরুর আগেই চট্টগ্রামের আকাশে ছিল মেঘের আনাগোনা। আগেরদিন সেখানে হয়েছে বৃষ্টি। উইকেটেও অনেকটা সবুজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x