Friday , 17 May 2024
শিরোনাম

সিগারেটের প্যাকেটে ১২ সোনার বিস্কুট!

স্বর্ণ পাচারে কত কৌশলই তো ব্যবহার করা হয়। তাই বলে সিগারেটের প্যাকেট? হ্যাঁ, এবার এমনই একটি অভিনব কৌশল চোখ কপালে তুলেছে আইনশৃঙ্খলা বাহিনীর।

সম্প্রতি সিগারেটের প্যাকেটে লুকানো ১২টি সোনার বিস্কুট উদ্ধার করেছে তারা। দেড় কেজি ওজনের এসব সোনার দাম কোটি টাকারও বেশি। ঘটনাটি ভারতের চণ্ডীগঢ় বিমানবন্দরের।

এনডিটিভি জানিয়েছে, এ ঘটনায় দুই যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। বিমানবন্দর সূত্র বলছে, ওই দুই ব্যক্তি দুবাই থেকে ইন্ডিগোর বিমানে চেপে ভারতে আসছিলেন। বিমানবন্দরে অবতরণের পর তাদের গতিবিধি দেখে সন্দেহ হয়। এরপর শুল্ক দপ্তরের কর্মকর্তারা তাদের জিজ্ঞাসাবাদ করে।

এক পর্যায়ে তাদের তল্লাশি করলে বেরিয়ে আসে সিগারেটের প্যাকেট ভর্তি সোনার বিস্কুট। কী কারণে ওই সোনার বিস্কুটগুলো আনা হচ্ছিল এবং কোথায় নেওয়া হবে সে বিষয়ে কোনও সদুত্তর দিতে পারেনি গ্রেপ্তাররা। এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে।

Check Also

ইসরাইলি হামলায় গাজায় আরও ৩৯ ফিলিস্তিনি নিহত

গাজায় ইসরাইলি হামলায় আরও ৩৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে রিপোর্ট লেখা পর্যন্ত প্রাণহানির সংখ্যা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x