নিজস্ব প্রতিবেদক :
মুন্সিগঞ্জের সিরাজদিখানে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্যে সমন্বিত কর্মপরিকল্পনা (Comprehensive Action Plan) প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার ১৪ নভেম্বর সকাল ১১টায় উপজেলা প্রশাসন আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে মুন্সিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তের সহযোগিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শরীফুল আলম তানভীর এর সভাপতিত্বে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তের হিসাব সহকারী মো: আব্দুল আহাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মামুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহমেদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মইনুল হাসান নাহিদ, মহিলা ভাইস চেয়ারম্যান এডঃ তাহমিনা আক্তার তুহিন, সহকারী কমিশনার (ভুমি) তাসনিম আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা মো: আবু সাইদ সুব্র, অফিসার ইনচার্জ একে এম মিজানুল হক, সেকেন্ড অফিসার গোবিন্দ লাল দে সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদ বিভিন্ন চেয়ারম্যানবৃন্দ, ওয়ার্ড সদস্যবৃন্দ, মহিলা সদস্য, শিক্ষক প্রতিনিধিবৃন্দ, মিডিয়া ব্যক্তিত্ব, সাংবাদিকবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা এবং অন্যান্য বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিতি ছিলেন।