Monday , 20 May 2024
শিরোনাম

সুখী দেশের তালিকায় ৭ ধাপ এগিয়েছে বাংলাদেশ

সবচেয়ে সুখী দেশের তালিকায় সাত ধাপ এগিয়েছে বাংলাদেশ। ১৫৩টি দেশের মধ্যে বাংলাদেশ আছে তালিকার ৯৪ নম্বরে। এর আগের জরিপে বাংলাদেশের অবস্থান ছিল ১০১তম। সে হিসেবে বাংলাদেশ র‌্যাঙ্কিংয়ে সাত ধাপ এগিয়েছে।

শুক্রবার (১৮ মার্চ) জাতিসংঘের সৌজন্যে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট নামে এক বার্ষিক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

রিপোর্টে দেখা যায়, পরপর পাঁচ বছর বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে ফিনল্যান্ড। সাধারণত ১৫০টি দেশের মধ্যে অবস্থান নির্ণয় করা হয় এই তালিকায়।

জানা যায়, ভালো থাকার ব্যাপারে ব্যক্তিগত অনুভূতি, জিডিপি লেভেল, জীবনের প্রসারতাসহ বিভিন্ন ক্ষেত্রের উপর নির্ভর করে এই সুখের মাপকাঠি ঠিক করা হয়। তার উপরেই নির্ভর করে কোন দেশ তালিকায় কত নম্বরে থাকবে। তবে দেখা যাচ্ছে ২০২১ সালে ১ থেকে ১০ নম্বরে যারা অবস্থান করছিলো তারা নিজেদের অবস্থান ধরে রেখেছে। শুধুমাত্র ছিটকে গিয়েছে অস্ট্রিয়া। এ তালিকায় সবথেকে অসুখী দেশ আফগানিস্তান।

প্রথম ২০ সুখী দেশের নাম

ফিনল্যান্ড, ডেনমার্ক, আইসল্যান্ড, সুইজারল্যান্ড, নেদারল্যান্ড, লুক্সেমবার্গ, সুইডেন, নরওয়ে, ইসরায়েল, নিউজিল্যান্ড, অস্ট্রিয়া, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, জার্মানি, কানাডা, যুক্তরাষ্ট্র, ইউনাইটেড কিংডম, চেক রিপাবলিক, বেলজিয়াম, ফ্রান্স।

Check Also

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মারা গেছেন

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মারা গেছেন। সঙ্গে তার সফরসঙ্গীরাও। তাদের মধ্যে আর কেউ বেঁচে নেই। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x