Saturday , 18 May 2024
শিরোনাম

হজে গিয়ে আরও তিন বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবে পবিত্র হজ পালনে গিয়ে আরও তিনজন বাংলাদেশির মৃত্যু হয়েছে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারা হলেন মো. শাহজাহান সিরাজ (৫৮), তিনি মারা গেছেন ১৩ জুলাই; মো. আজিজুল হক (৬৫) ও মো. মোস্তাফিজুর রহমান (৬১), তারা দুজনই মারা গেছেন ১৪ জুলাই। এ নিয়ে সৌদিতে হজ পালনে গিয়ে ১৯ জন বাংলাদেশির মৃত্যু হলো। এর মধ্যে পুরুষ ১৪ জন, নারী ৫ জন।

আজ শুক্রবার (১৫ জুলাই) সকাল সাড়ে ৮টায় ধর্ম মন্ত্রণালয়ের হজ ম্যানেজমেন্ট পোর্টাল পিলগ্রিমের ডেথ নিউজে এসব তথ্য জানা গেছে।

পিলগ্রিম সূত্রে জানা যায়, মো. শাহজাহান সিরাজের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের নাচোলে। তার পাসপোর্ট নম্বর EG0802182। তার হজ গাইড মো. আব্দুল খালেক, মোনাজ্জেম মোঃ জাকিরউল্লাহ; মো. আজিজুল হকের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুরে। তার পাসপোর্ট নম্বর EE0567425। তার হজ গাইড মো. সালমান, মোয়াল্লেম আহম্মাদ মোহাম্মাদ আহম্মাদ সাব্বাক ও মো. মোস্তাফিজুর রহমানের বাড়ি টাঙ্গাইল সদরে। তার পাসপোর্ট নম্বর A03491229। তার হজ গাইড মো. আব্দুল মোতালেব, মোয়াল্লেম মাহমুদ কালাম মাহমুদ হোসেইন নাছির।

এর আগে আরও ১৬ জন বাংলাদেশি মারা গেছেন। সৌদি আরবের আইন অনুযায়ী এদের সবাইকে সৌদি আরবেই দাফন করা হয়েছে।

পিলগ্রিম সূত্রে জানা যায়, হজের পাঁচ দিন পর ১৩ জুলাই মারা যান সিলেটের বিয়ানী বাজার এলাকার মো. ফয়জুর রহমান (৫০); হজের আগের দিন ৭ জুলাই মারা যান ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুরের বাসিন্দা শিরিন আখতার (৬০); ৪ জুলাই মারা যান নওগাঁর সাপাহারের মো. আব্দুল মোত্তালিব (৫৮); এর আগের দিন ৩ জুলাই মারা যান নওগাঁর সাপাহারের মো. রফিকুল ইসলাম (৫২) ও রংপুরের পীরগাছার মো. খয়বর হোসেন (৫৫); ১ জুলাই মারা যান মাদারীপুরের শিবচরের লায়লা আক্তার (৫২) ও রাজধানী ঢাকার লালবাগের বাসিন্দা তপন খন্দকার (৬২)।

এর আগের দিন ৩০ জুন মারা যান দুইজন। তারা হলেন সিরাজগঞ্জের কামারখন্দের বাসিন্দা মো. রফিকুল ইসলাম (৪৭) ও ঢাকার বাড্ডার ফাতেমা বেগম (৬০); ২৮ জুন মারা যান টাঙ্গাইলের সখিপুরের বাসিন্দা মো. আব্দুল গফুর মিয়া (৬১); ২১ জুন মারা ঢাকার কোতয়ালীর বিউটি বেগম (৪৭) ও রংপুরের পীরগাছার বাসিন্দা মো. আব্দুল জলিল খান (৬২)।

১৭ জুন মারা যান দুইজন। তারা হলেন জয়পুরহাট সদরের মো. হেলাল উদ্দিন মোল্লা (৬৩) ও কুমিল্লার আদর্শ সদরের রামুজা বেগম (৫৪); এর আগের দিন ১৬ জুন মারা যান নোয়াখালীর বেগমগঞ্জের বাসিন্দা নুরুল আমিন (৬৪); আর ১১ জুন এবারের হজে গিয়ে প্রথম যিনি মারা যান তিনি চাঁপাইনবাবগঞ্জের মো. জাহাঙ্গীর কবির (৬০)।

গত ৫ জুন থেকে ৫ জুলাই ১৬৫টি ফ্লাইটে বাংলাদেশ থেকে সৌদি আরবে গেছেন ৬০ হাজার ১৪৬ জন হজযাত্রী। হজ শেষে গতকাল বৃহস্পতিবার (১৪ জুলাই) ফিরতি ফ্লাইট শুরু হয়েছে; চলবে ৪ আগস্ট পর্যন্ত।

Check Also

নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ চারজনের মৃত্যু

নরসিংদীতে আলাদা স্থানে বজ্রপাতের ঘটনায় মা-ছেলেসহ চারজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ মে) দুপুর ১২টার দিকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x