Saturday , 4 May 2024
শিরোনাম

হালদা নদী থেকে মৃত ডলফিন উদ্ধার

লোকমান আনছারী রাউজান প্রতিনিধি:

এশিয়ার অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজননকেন্দ্র হালদা নদী থেকে মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে। এই নিয়ে হালদা নদী থেকে ৩৭তম মৃত ডলফিন উদ্ধার করা হয়। ২০ জুলাই বুধবার বিকেল ৫টার দিকে রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নের আজিমের ঘাট থেকে ডলফিনটি উদ্ধার করা হয়।স্থানীয়রা জানান, হালদা নদীর আজিমের ঘাট অংশে ডলফিনটি মৃত অবস্থায় ভাসছিল। পরে নৌকার সাহায্যে ডলফিনটিকে পাড়ে নিয়ে আসা হয়। পঁচে গিয়ে দুর্গন্ধ হয়ে গেছে। তাই মাটি চাপা দেয়া হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও হালদা গবেষক ড.মনজুরুল কিবরিয়া বলেন,’ধারণা করা হচ্ছে মাছ ধরার জালে আটকে গিয়ে ডলফিনটির মৃত্যু হয়েছে। ডলফিনটির ঠোটের নিচের অংশ কাটা এবং দাঁতগুলো ফেলে দেয়া হয়েছে। হয়তো গতকাল ডলফিনের মৃত্যু হয়েছে। পঁচে গলে যাওয়ায় স্থানীয়রা মাটি চাপা দিয়ে দেয়’। তিনি আরও বলেন ‘এটি একটি হত্যাকাণ্ড। এর আগে গত ১৪ জুলাই ৩৬তম মৃত ডলফিন উদ্ধার করা হয়।আজ ৩৭তম মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে’।

Check Also

বড় জয়ে শুরু বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি

ম্যাচ শুরুর আগেই চট্টগ্রামের আকাশে ছিল মেঘের আনাগোনা। আগেরদিন সেখানে হয়েছে বৃষ্টি। উইকেটেও অনেকটা সবুজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x