Saturday , 4 May 2024
শিরোনাম

৫ বছরের মাল্টিপল ভিসা দিচ্ছে শ্রীলঙ্কা

অর্থনৈতিকভাবে বিপর্যস্ত শ্রীলঙ্কা তাদের পর্যটন খাতকে চাঙ্গা করার উদ্যোগে নিয়েছে। দেশটিতে পর্যটন খাতকে আরও প্রসারিত করতে মাল্টিপল-এন্ট্রি ট্যুরিস্ট ভিসা ৫ বছর পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

শ্রীলঙ্কার পর্যটন মন্ত্রী হারিন ফার্নান্দো বলেছেন, শ্রীলঙ্কায় পর্যটনকে উৎসাহিত করতে ৩৫টি দেশের জন্য ৫ বছরের মাল্টিপল এন্ট্রি ট্যুরিস্ট ভিসা বাড়ানোর বিষয়ে সম্মত হয়েছে মন্ত্রিসভা। এর মাধ্যমে একজন পর্যটক ৬ মাস শ্রীলঙ্কায় থাকতে পারবেন।

শ্রীলঙ্কার পর্যটন মন্ত্রী হারিন ফার্নান্দো

হারিন ফার্নান্দো আরও বলেন, আশা করছি ২০২২ সালে এক মিলিয়ন পর্যটকের আগমন দেখতে পাব শ্রীলঙ্কায়। আর এ থেকে আশা করছি দুই বিলিয়ন ডলার আয় হবে।

বাংলাদেশিসহ বিশ্বের যেকোনও ভ্রমণকারীকে ৫ বছরের মাল্টিপল ভিসা দেবে শ্রীলঙ্কা। প্রতিবার ভ্রমণে টানা ৬ মাস থাকতে পারবেন ভ্রমণকারীরা।

সূত্র: ইন্ডিয়া ডটকম

Check Also

বড় জয়ে শুরু বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি

ম্যাচ শুরুর আগেই চট্টগ্রামের আকাশে ছিল মেঘের আনাগোনা। আগেরদিন সেখানে হয়েছে বৃষ্টি। উইকেটেও অনেকটা সবুজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x