সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রিয়াদে প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির সৌদিআরব পূর্বাঞ্চলের উদ্যোগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শাহিন আলমের সভাপতিত্বে- উপদেষ্টা দেলোয়ার ফরায়েজির সঞ্চালনায়
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি ফারুক আহমেদ চান।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হোসেন পাটোয়ারী ।
স্বাগত বক্তব্য রাখেন প্রচার সম্পাদক আব্দুর রহিম সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন ও সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মানুষের কল্যাণে কাজ করেছেন, দেশের স্বার্থ বিরোধী কোন কাজে তিনি আপোষ করেন নাই । তিনি হলেন মাদার অফ ডেমোক্রেসি।
আজ দেশ ও প্রবাসে থাকা সকল ধর্ম বর্ণ ,সকল মতের মানুষ উনার রোগ মুক্তি কামনায় দোয়া করছেন।
সবশেষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।





















