বেগম খালেদা জিয়ার রোগমুক্তির প্রার্থনায় ব্রাহ্মণবাড়িয়া জেলা ডিইএব-এর দোয়া মাহফিল
বাংলাদেশের সাবেক প্রধান মন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি এবং সুস্থতা কামনায় ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অফ বাংলাদেশ (ডিইএব)- এর আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) বাদ আছর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অফ বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ে আয়োজন করা হয়।
উক্ত দোয়া মাহফিলে ব্রাহ্মণবাড়িয়া জেলা ডিইএব-এর আহ্বায়ক প্রকৌশলী মোঃ মারুফ হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সদস্য সচিব গোলাম হাক্কানী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ শফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মোঃ আল মামুনসহ সংগঠনের সকল সম্মানিত প্রকৌশলী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতির সংকটময় মুহূর্তে প্রিয় নেত্রীর দিকনির্দেশনা ও নেতৃত্ব দেশের গণতন্ত্র রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাই তাঁর দ্রুত সুস্থতা দেশের প্রতিটি মানুষের কাম্য। তারা আরও বলেন, নেত্রীর সুস্থতা শুধু একটি রাজনৈতিক দলের বিষয় নয়; এটি দেশের জনগণের অনুভূতির সঙ্গে গভীরভাবে যুক্ত।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম। তিনি দেশনেত্রীর দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে মোনাজাত করেন। পাশাপাশি দেশের শান্তি, উন্নয়ন এবং জাতির সার্বিক কল্যাণের জন্যও বিশেষ প্রার্থনা করা হয়।
ডিইএব নেতৃবৃন্দ জানান, নেত্রীর শারীরিক সুস্থতার জন্য বিভিন্ন স্থানে কর্মসূচি নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে।

























