পদত্যাগ করলেন যাত্রাবাড়ী থানা জাতীয় ছাত্র শক্তির আহবায়ক এবং মুখ্য সংগঠক
গতকাল রাতে জাতীয় ছাত্র শক্তির যাত্রাবাড়ী থানার আহবায়ক তানভীর খান এবং মুখ্য সংগঠক মৃদুল হাসান ইয়েন তাদের সাংগঠনিক দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন বলে তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে তারা নিশ্চিত করেছেন।
পদত্যাগপত্র সংশ্লিষ্টদের নিকট জমা দেওয়া হয়েছে বলে তারা জানিয়েছেন।এ সময় আহমেদ তানভির খান জানান ব্যক্তিগত কারণ এবং ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল গ্রহণের জন্য এ সিদ্ধান্ত নিয়েছেন এবং দলের প্রতি সমর্থন তার থাকবে।মুখ্য-সংগঠক মৃদুল হাসান ইয়েন জানান,এটা একদমই তার ব্যাক্তিগত সিদ্ধান্ত।এলাকার জন্য দীর্ঘমেয়াদী উন্নয়নমূলক কাজে সকল দায়বদ্ধতার ঊর্ধ্বে যেয়ে থাকতে চাওয়া থেকেই এই সিদ্ধান্ত নেওয়া।
তারা বলেন
খুব ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, ব্যক্তিগত ও পারিবারিক কারণসহ ভবিষ্যৎ পরিকল্পনার প্রতি পূর্ণ মনোযোগ
দিতে আমি জাতীয় ছাত্রশক্তি – এনসিপি এর যাত্রাবাড়ী থানা শাখার আহ্বায়ক পদ থেকে এবং দলের সকল
সাংগঠনিক দায়িত্ব থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছি।
আমি দলের প্রতি সর্বোচ্চ সম্মান ও কৃতজ্ঞতা জানাই।
দল আমাকে যে আস্থা, ভালোবাসা, সুযোগ এবং দায়িত্ব দিয়েছে—
তার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।
এই সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যক্তিগত,
এতে দলের প্রতি কোনো অভিমান, অভিযোগ বা অসন্তোষ নেই।
শুধুব্যক্তিগত লক্ষ্য, শিক্ষা, পারিবারিক দায়িত্ব এবং আমার গ্রামের মানষেু র জন্য দীর্ঘমেয়াদি উন্নয়নমলকূ
কাজে মনোযোগ দিতে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছি।
আমি সবসময় দলের মঙ্গল, নেতৃত্বের সুস্বাস্থ্য এবং দেশের উন্নতি কামনা করি।
ভবিষ্যতেও যেকোনো মানবিক বা সামাজিক কাজে পাশে থাকার চেষ্টা করবো—
তবে রাজনৈতিক দায়িত্ব থেকে সম্পূর্ণ নিজেকে প্রত্যাহার করছি।

























