অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন: শরীয়তপুর–৩ আসনে দাঁড়িপাল্লা প্রতীকেই নির্বাচনে মাঠে আছেন আজহারুল ইসলাম
শরীয়তপুর–৩ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মো. আজহারুল ইসলামকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৩টা ৩০ মিনিটে ডামুড্যা পৌরসভা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, একটি মহল পরিকল্পিতভাবে তার নির্বাচন করা না করা নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে।
তিনি অভিযোগ করেন, বিভিন্ন এলাকায় গিয়ে অপপ্রচার চালিয়ে বলা হচ্ছে,শরীয়তপুর–৩ আসনে জামায়াত বা দাঁড়িপাল্লা প্রতীকের কোনো প্রার্থী নেই। এসব অপপ্রচারের জবাবে তিনি স্পষ্ট করে বলেন, “আমি এই আসনে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচনের মাঠে আছি এবং থাকবো।”
মো. আজহারুল ইসলাম আরও বলেন, “আল্লাহ চাইলে সাধারণ মানুষের ভোট ও ভালোবাসা নিয়ে আমি বিপুল ভোটে নির্বাচিত হবো-এ বিশ্বাস আমার আছে।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আসন কমিটির প্রধান জেলা জামায়াত নেতা কাজি ইলিয়াস, ডামুড্যা পৌর আমির আতিকুর রহমান কবির, ডামুড্যা উপজেলা আমীর মাওলানা সাইফুল ইসলাম, শিক্ষাবিদ ও গবেষক ড. জুলফিকার হাসান এবং আইনজীবী ও রাজনৈতিক এডভোকেট শাহজালাল।





















