#জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ‘গরিব মানুষের ক্রয় ক্ষমতা ঠিক রাখতে কম মূল্যে খাদ্য বিতরণ, শ্রমিকদের রেশন কার্ড প্রদান ও তাদের কাজের ব্যবস্থা করার দরকার।’
বৃহস্পতিবার (৯ জুন) জাতীয় সংসদের গেটে বাজেট ঘোষণার পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। ইনু বলেন, ‘কেনার ক্ষমতা বজায় রাখার জন্যে সামাজিক নিরাপত্তা কর্মসূচি সুনির্দিষ্ট আওতায় নির্ধারণ করতে হবে।’
তিনি বলেন, ‘বাজেটে এর একটা দিক নির্দেশনা আছে। কিন্তু চ্যালেঞ্জটা হবে এটা সুনির্দিষ্টভাবে বাস্তবায়ন করা। আমি প্রবৃদ্ধির কথাও ভাবছি না। আমি বাজেটের আকারের কথাও ভাবছি না। আমি ভাবছি নিত্যপণ্যের বাজার আটকাতে হবে।’
ইনু জোর দিয়ে বলেন, বাজারে স্থিতিশীলতার চ্যালেঞ্জটা বাস্তবায়নযোগ্য। কারণ আমি মনে করি সরবরাহ আছে। কিন্তু বাজার ঠিক রাখতে হবে। এখানে প্রশাসনিক ক্ষমতা প্রয়োগের বিষয় আছে। তাহলে এটা সম্ভব বলেও অভিমত দেন জাসদ সভাপতি।