ইউরোপের বাজারে কার্যক্রম পরিচালনা করা সব স্মার্টফোন কোম্পানিকেই একই ধরনের চার্জার ব্যবহার করতে হবে। সব স্মার্টফোনে বাধ্যতামূলক ইউএসবি-সি পোর্টের চার্জারসংক্রান্ত নীতিমালা অনুমোদন করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
ইউরোপিয়ান পার্লামেন্ট ও ইউরোপিয়ান কাউন্সিল এতে সবুজ সংকেত দিয়েছে। এবার চূড়ান্ত অনুমোদন পেলে ২০২৪ সাল থেকেই সব ফোনে একই ধরনের চার্জার থাকতে হবে।
অনেক দিন ধরেই এক ফোন এক চার্জার নীতিমালার পক্ষে জোরেশোরে প্রচারণা চালিয়ে আসছিল ইইউ কর্তৃপক্ষ। ভবিষ্যতে যত ফোন লঞ্চ হবে, তা সে যে ব্র্যান্ডেরই হোক না কেন, থাকতে হবে ইউএসবি-সি পোর্ট। ইইউর আইনপ্রণেতারা অবশেষে এমনই সমঝোতায় পৌঁছেছেন। খুব সহজ ভাষায় বলতে গেলে, ২০২৪ সালে পদার্পণের পর থেকেই ইইউয়ে যত ফোন লঞ্চ করবে, সেগুলোয় ইউএসবি-সি চার্জিং পোর্ট বাধ্যতামূলক। ইউরোপিয়ান পার্লামেন্টের গণসংযোগ প্রধান অ্যালেক্স এজিয়াস সালিবা এক বিবৃতিতে বলেন, প্রতিটা নতুন ডিভাইসের জন্য বিভিন্ন চার্জার ব্যবহার করতে করতে ইউরোপীয় ভোক্তারা ত্যক্ত-বিরক্ত। এবার থেকে তারা তাদের সব পোর্টেবল ইলেকট্রনিকস ডিভাইসের জন্য একটাই চার্জার ব্যবহার করতে পারবেন।খবর:বনিকবার্তা