Saturday , 4 May 2024
শিরোনাম

মুম্বাই হামলার মূল হোতা গ্রেপ্তার

২০০৮ সালের মুম্বাই হামলায় জড়িত সাজিদ মীর নামে লস্কর ই তৈবার জঙ্গিকে গ্রেপ্তার করল পাকিস্তান। যদিও এতদিন দাবি করা হয়েছিলো তিনি বেঁচে নেই।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সাজিদ মীর যে মারা গেছে তা প্রমাণ চাইছিল পশ্চিমা দেশগুলো। তাতেই চাপ বেড়ে যায় পকিস্তানের।

২০০৮ সালে বাণিজ্য নগরী মুম্বাইয়ে হামলা চালায় ১০ পাক জঙ্গি। গত এক দশক ধরে তাকে হাতে তুলে দেয়ার দাবি করছিল ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র, ইজরায়েলের নাগরিক সহ মো়ট ১৬৬ জনের মৃত্যু হয় ওই হামলায়। মার্কিন যুক্তরাষ্ট্র সাজিদ মীরের জন্য ৫০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছিল। জঙ্গি কার্যকলাপে টাকা জোগানোর জন্য সম্প্রতি তার ১৫ বছরের জেল হয়েছিল।

এদিকে, পাকিস্তানের কাউন্টার টেররিস্ট ডিপার্টমেন্ট যারা এই ধরনের জঙ্গি কার্যকলাপের কেসগুলির তদন্ত করে তারাও সাজিদের শাস্তির কথা আগে স্বীকার করেনি। কিন্তু আন্তর্জাতিক মহলের চাপে পড়েই শেষপর্যন্ত সাজিদকে গ্রেপ্তার করলো পাকিস্তান।

সাজিদ মীরকে বলা হতো মুম্বাই হামলার মূল হোতা। তদন্তে উঠে এসেছে ২০০৮ সালে মুম্বাই হামলার ২০০৫ সালে ভুয়ো পাসপোর্ট নিয়ে ভারতে এসেছিস সাজিদ মীর। সূত্র: জি নিউজ

Check Also

বড় জয়ে শুরু বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি

ম্যাচ শুরুর আগেই চট্টগ্রামের আকাশে ছিল মেঘের আনাগোনা। আগেরদিন সেখানে হয়েছে বৃষ্টি। উইকেটেও অনেকটা সবুজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x