মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম-রাঙ্গুনিয়া(চট্টগ্রাম)প্রতিনিধি।
রাঙ্গুনিয়ায় নূরের আলো আর্ট স্কুলের উদ্বোধন হয়েছে। রোববার (৩ জুলাই) বিকেলে থানা সদরের একটি কমিউনিটি সেন্টারে স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সামাজিক সংগঠন নুরের আলো একতা সংঘ পরিচালিত স্কুল উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আবু সায়েম। প্রধান অতিথি ছিলেন ভোকেশনাল বিভাগের প্রধান মো. রহিম উদ্দিন সিকদার। উদ্বোধক ছিলেন নূরের আলো আলো একতা সংঘের উপদেষ্ঠা মো. মাহবুবুল আলম সিকদার। বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া সরকারি কলেজের শিক্ষক মোতাহের হোসেন, চুয়েট স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মো. শহিদুল্লাহ কায়সার, নুরের আলো আর্ট স্কুলের প্রশিক্ষক মো. আনোয়ার হোসেন, বাংলাদেশ বনায়ন শিল্প উন্নয়ন কর্পোরেশন উপজেলার সহকারী হিসাব কর্মকর্তা মো. হাবিব উল্লাহ, শিক্ষক মো. ফরিদুল আলম, সাংবাদিক আব্বাস হোসাইন । বক্তব্য দেন নূরের আলো একতা সংঘের সভাপতি রাশেদুল ইসলাম, সাধারণ সম্পাদক নাজমুল আমিন, সদস্য সৈয়দ মো. ফাহিম প্রমুখ।