আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ
ময়মনসিংহের ত্রিশালে দীর্ঘ ১৯ বছর পর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।সম্মেলনকে কেন্দ্র করে বর্ণিল সাজে সেজেছিল ত্রিশাল।অর্ধশতাধিক তোরণ,শত শত ব্যানার-ফেস্টুন দিয়ে ত্রিশাল কে নতুন সাজে সাজানো হয়েছিন।হাজার হাজার নেতাকর্মীদের গায়ে ছিল বিভিন্ন প্রার্থীদের গেঞ্জি।ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত সম্মেলনে আগামী তিন বছরের জন্য আবুল কালাম সভাপতি ও ইকবাল হোসাইনকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ জুলাই) বিকেলে ত্রিশালের ঐতিহ্যবাহী সরকারি নজরুল একাডেমি মাঠে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকার সভাপতিত্বে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বাবু অসিম কুমার উকিল এমপি,বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য রেমন্ড আড়েং ও মারুফা আক্তার পপি।
অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিশাল থেকে নির্বাচিত সংসদ সদস্য হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানী,ময়মনসিংহ জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান,ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা আহামদ আলী আকন্দ,এডভোকেট জালাল উদ্দিন খান, নুরুল আলম পাঠান মিলন,আশরাফুল ইসলাম, অ্যাডভোকেট জিয়াউল হক সবুজ,গোলাম মোস্তফা।
সম্মেলন পরিচালনা করেন ত্রিশাল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম।