মুহাম্মদ আলী,বান্দরবান জেলা প্রতিনিধি:
স্কিলস ফর এমপ্লয়মেন্ট পোগ্রাম (SEIP) প্রকল্প অর্থ বিভাগ,অর্থ মন্ত্রণালয়, সামাজিক প্রচার কর্মসূচির অংশ হিসেবে বান্দরবানে ইউনিয়ন পর্যায়ে দক্ষতা উন্নয়ন বিষয়ক অহিতকর কর্মশালা বান্দরবান ৫নং টংকাবতি ইউনিয়ন পরিষদের সভাকক্ষে ২৬জুলাই মঙ্গলবার সকাল ১০টায় অনুষ্ঠিত হয়। ৫নং টংকাবতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাংয়াং ম্রো প্রদীপ এর সভাপতিত্বে অবহিতকরণ
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত টংকাবতি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান পূর্ণচন্দ্র ম্রো, ৫নং টংকাবতি ইউনিয়ন পরিষদের সচিব মোঃ জাহাঙ্গীর হোসেন।
অবহিতকরন সভায় প্রজেক্টেরের মাধ্যমে পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন সোশাল মার্কেটিং অফ (SEIP) এর ফিল্ড মনিটরিং অফিসার আখিরুজ্জামান খান, সভায় সার্বিক পরিচালনা করেন সোশাল মার্কেটিং অফ (SEIP) প্রকল্পের ফিল্ড অফিসার মো: আব্দুর রাজ্জাক রাসেল। এছাড়াও আরো উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ, এছাড়াও আরো উপস্থিত ছিলেন ৫নং টংকাবতি ইউপি’র ১২৩ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য পিয়াপাও ম্রো, ৪৫৬নং ওয়ার্ডের মহিলা মেম্বার তংরুং ম্রো, ৭৮৯নং ওয়ার্ডের মহিলা মেম্বার ছংকুং ম্রো। ১নং ওয়ার্ডের মেম্বার রেংরুং ম্রো, ২নং ওয়ার্ডের মেম্বার য়ংঙি ম্রো, ৩নং ওয়ার্ডের মেম্বার মো: মোবারক, ৫নং ওয়ার্ডের মেম্বার মেনথাং ম্রো, ৬নং ওয়ার্ডের মেম্বার মোঃ নুরুল কবির, ৭নং ওয়ার্ডের মেম্বার চিং রাও ম্রো, ৮নং ওয়ার্ডের মেম্বার মেনয়া ম্রো, ৯নং ওয়ার্ডের মেম্বার ইয়াং য়ং ওয়াই ম্রো’সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ,গ্রাম পুলিশগন উপস্থিত ছিলেন প্রমুখ।
অবহিত করণ সভায় অতিথিরা বলেন, পিছিয়ে পড়া পাহাড়ি নারী ও পুরুষদের বিদেশে কর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী করে তোলার লক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর আওতায় বান্দরবান জেলার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি)তে বান্দরবান টিটিসিতে দক্ষ জনশক্তি প্রস্তুত ও দেশে-বিদেশে কর্মসংস্থানের লক্ষ্যে প্রশিক্ষণ গ্রহণ করে বেকার জীবন থেকে মুক্তি লাভ করে কর্মমুখী জীবনে পদার্পন করে নিজে অর্থনৈতিক ভাবে লাভবান হতে পারবে, এবং পরিবার সমাজ রাষ্ট্রের উন্নয়নে অবদান রাখতে সক্ষম হবে। আপনি একজন দক্ষ কর্মী হিসেবে বিদেশ যথাক্রমে সৌদিআরব, দুবাই,মালোশিয়া, জর্দান, জাপান, হংকং এ গেলে আপনার বেতন ভাতা’সহ অনেক বেশি সুযোগ সুবিধা পাবেন।