শুভ চক্রবর্ত্তী, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার কাইতলা উত্তর ইউনিয়নে বুধবার(২৭ জুলাই) অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী আবুল খায়েরকে হারিয়ে বিপুল ভোটে জয় লাভ করেছেন ঘোড়ার প্রার্থী আল ইমরান।
ভোট গণনা শেষে বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বেসরকারি ভাবে ঘোষিত ফলাফলে সর্বোচ্চ ২৫১৯ ভোট পেয়ে বিজয়ী ঘোড়ার প্রার্থী আল ইমরানের নাম ঘোষণা করেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিক। আল ইমরানের নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী আবুল খায়ের ১৬৪৩ ভোট পেয়ে পরাজিত হন।
ইউএনও একরামুল ছিদ্দিক জানান এ দিন কাইতলা উত্তর ইউনিয়নের ৯টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেলে ৪টা পর্যন্ত কোনোরূপ বিশৃঙ্খলা ছাড়াই, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপজেলা নির্বাচন অফিসার মোঃ আজগর আলী, নির্বাচন অফিসে কর্মরত কর্মকর্তা-কর্মচারী, ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীগণ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বাংলাদেশ নির্বাচন কমিশন ঘোষিত নবীনগর উপজেলার ২১টি ইউনিয়নের মধ্যে ১৩টি ইউনিয়নে তৃতীয় ধাপে গতবছর ২৮ নভেম্বর এবং ৭টি ইউনিয়নে ষষ্ঠ ধাপে এ বছর ৩১ জানুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।