লোকমান আনছারী রাউজান প্রতিনিধি:
চট্টগ্রামের রাউজান উপজেলায় ০৬ আগস্ট বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা অমান্য করে রাষ্ট্রীয় সম্পদ অপচয় করে রাত ৮টার পর দোকান খোলা রাখায় সাতটি প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।শনিবার রাতে উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ সিকদার উপজেলার বিভিন্ন স্থানে অভিযান করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।ইউএনও জানান,উপজেলায় রাষ্ট্রীয় সম্পদ অপচয় করে রাত ৮টার পর দোকান খোলা রাখায় ফকিরহাট বাজার জলিলনগর বাস স্ট্যান্ড ও মুন্সিরঘাটাস্থ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।এ সময় পৃথক মামলায় সাতটি প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ভ্রাম্যমাণ আদালতকে সহযোগীতা করেন থানা পুলিশ সহ আনসার বাহিনীর সদস্যরা।বিদ্যুৎ অপচয় রোধে সরকারি নির্দেশনা প্রতিপালনে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।