Friday , 3 May 2024
শিরোনাম

লোহাগাড়ায় ভ্রাম্যমান আদালতের পৃথক অভিযানে ১ লক্ষ টাকা ও ২ জনকে কারাদণ্ডাদেশ প্রদান

মোঃ সেলিম উদ্দীন, বিশেষ প্রতিনিধিঃ দক্ষিন চট্টগ্রামের লোহাগাড়ায় মুদির দোকান ও পাহাড় কাটায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১ লক্ষ টাকা ও ২ জনকে ১ মাস ১৫ দিন বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান। সকালে বড়হাতিয়া সেনেরহাট বাজারে নুরুল কবির স্টোরে লাইসেন্স বিহীন দোকান পরিচালনা ও অনুমোদিত সিলিন্ডার ও চাউল বিক্রয় করা সহ বিভিন্ন অপরাধে মোঃ নুরুল কবিরকে এক লক্ষ টাকা জরিমানা করার পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে লাইসেন্স করার জন্য নির্দেশ প্রদান করা হয় এবং অননুমোদিত পণ্য নিষ্পত্তি করতে বলা হয়। অত্র বাজারের সকল ব্যবসায়ীকে দ্রুই ডিলিং লাইসেন্স করে প্রতিশ্রুত পণ্য ও সেবা যথাযথ প্রদানের জন্য নির্দেশনা দেয়া হয় এবং বিকালে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের দক্ষিণ নতুন পাড়া এলাকায় অবৈধভাবে সরকারি খাস জায়গায় পাহাড় কাটার অপরাধে মোঃ কায়েস উদ্দিন ও মোঃ তারেক আজিজকে নির্দেশনা দেওয়া ও নিষেধ করা সত্ত্বেও বিধি বহির্ভূতভাবে দিনে ও রাতে পাহাড় কাটায় ১ মাস ও ১৫ দিন বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়। অভিযুক্ত
মোঃ কায়েস উদ্দিন চরম্বা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের কামাল উদ্দিন পুত্র এবং মোঃ তারেক আজিজ বড়হাতিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মোঃ রফিকের পুত্র। সহকারী কমিশনার (ভূমি) শাহজাহান বলেন, পাহাড় ও মাটি খেকোদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে ও জনকল্যাণে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে এস আই রুহুল আমিন সহ পুলিশ বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

Check Also

নরসিংদীতে গারদে আটক বন্দীকে খাবার না দেওয়ার অভিযোগ

সাদ্দাম উদ্দিন রাজ নরসিংদী জেলা নরসিংদী জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে অবস্থিত গারদখানার এক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x