বর্তমানে সিন্ডিকেট করে দেশের বাজারকে অস্থিতিশীল করে তোলা হচ্ছে বলে মন্তব্য করেছেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু।
শনিবার দুপুরে বরিশাল শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জাসদের বিভাগীয় প্রতিনিধি সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
ইনু বলেন, শুধু বিএনপিই নয় জামায়াত, রাজাকার এবং হেফাজত ও তালেবানী চক্রের মিলনে দেশে অস্বাভাবিক একটি সরকার তৈরির পায়তারা চলছে; যা রাষ্ট্রের জন্য হুমকিস্বরূপ। দেশের জনগণের যাপিত জীবনকে পুঁজি করে তারা ঘোলা পানিতে ক্ষমতা দখলের পায়তারায় লিপ্ত আছে।
তিনি আরও বলেন, দেশের সংবিধান বিচার বহির্ভূত হত্যা স্বীকার করে না।জাতিসংঘের প্রতিনিধি দল যে মানবাধিকার রক্ষার কথা বলেছে সরকারও সে পক্ষে। এসব বিষয় পুঁজি করে যারা সরকার অদল বদলের স্বপ্ন দেখছেন তারা বোকার স্বর্গে বাস করছেন। এছাড়া বর্তমানে সিন্ডিকেট করে দেশের বাজারকে অস্থিতিশীল করে তোলা হচ্ছে।
বরিশাল জেলা জাসদের সভাপতি অ্যাডভোকেট আবদুল হাই মাহাবুবের সভাপতিত্বে প্রতিনিধি সভায় উপস্থিত ছিলেন জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতার, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ুম, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মোহসীন, জাসদ কেন্দ্রীয় সদস্য হাসানুল কবির বাদল, জাসদ জেলা সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন সহ বিভিন্ন স্তরের নেতারা।