Sunday , 19 May 2024
শিরোনাম

খাগড়াছড়ি মাটিরাঙ্গায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা।

মোঃ আলমগীর হোসেন (খাগড়াছড়ি):

২১ আগষ্ট আওয়ামীলীগের শান্তিপূর্ণ জনসভায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে লক্ষ করে গ্রেনেড হামলার প্রতিবাদে মাটিরাঙ্গায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২১ আগষ্ট) বিকেলে উপজেলা ও পৌর ছাত্রলীগের আয়োজনে বিক্ষোভ মিছিলটি মাটিরাঙ্গার দলীয় কার্যালয় থেকে পৌরসভা চত্বর প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ের সামনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা ছাত্রলীগের সভাপতি তসলিম উদ্দিন রুবেল এর সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা।

অন্যান্ন অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলী হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন লিটন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তালেব, পৌর ছাত্রলীগের সভাপতি আবদুর রাজ্জাক, সাধারণ সম্পাদক শাহীন আলম প্রমুখ।
এ সময় বক্তারা ২১ আগস্ট গ্রেনেড হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ২১ আগস্ট গ্রেনেড হামলার সাথে জড়িতদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানান।

Check Also

ময়মনসিংহের ত্রিশালে বোরোধান- চাউল সংগ্রহের উদ্বোধন

দিলীপ কুমার দাস নিজস্ব প্রতিবেদক । ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় সরকারীভাবে ধান-চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x