Wednesday , 8 May 2024
শিরোনাম

ইবির স্বতন্ত্র ইউনিট ”ডি” এর পরীক্ষা অনুষ্ঠিত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক-রুমি নোমান

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে ধর্মতত্ত্ব ও ইসলাম শিক্ষা অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা স্বতন্ত্রভাবে অনুষ্ঠিত হয়েছে। এতে ২ হাজার ২৬ জন আবেদনকারীর মধ্যে উপস্থিত ছিলেন ১ হাজার ৮৮৮ জন। যা মোট শিক্ষার্থীর ৯৩.১৯ শতাংশ।

শনিবার (২৭ আগস্ট) বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত অনুষদ ভবন এবং ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি ভবনে চলে এ পরীক্ষা।

ইউনিট সমন্বয়কারী ও ধর্মতত্ত্ব অনুষদের ডিন প্রফেসর ড. এরশাদ উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভর্তি পরীক্ষায় উপস্থিতি সন্তোষজনক ছিল। সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় সুষ্ঠু, সুন্দর ও কোনো অনিয়ম ছাড়াই পরীক্ষা সম্পন্ন হয়েছে। শিগগিরই তাদের ফল প্রকাশ করা হবে।

পরীক্ষা চলাকাকে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়া, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ.এম.আলী হাসান, প্রক্টর প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন প্রমুখ কেন্দ্র পরিদর্শন করেন।

সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন পরীক্ষার্থী ও অভিভাবকরা।

এর আগে, গত ২০ আগস্ট ‘সি’ (বাণিজ্য) ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। এদিকে আগামীকাল ২৮ আগস্ট একইসময়ে বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষা স্বতন্ত্রভাবে অনুষ্ঠিত হবে।

Check Also

১৩৯ উপজেলায় আজ ভোট, ইসির যত প্রস্তুতি

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোট গ্রহণ বুধবার (৮ মে) অনুষ্ঠিত হবে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x