জবি প্রতিনিধি :
গুচ্ছভুক্ত দেশের ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফল চ্যালেঞ্জের (পুনঃনিরীক্ষণ) আবেদন শুরু হয়েছে ।
মঙ্গলবার ( ৩০ আগস্ট) বেলা ১২টা থেকে অনলাইনে আবেদন শুরু হয়। আবেদন শেষ হবে আগামী ৪সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে। ফল চ্যালেঞ্জের জন্য দুই হাজার টাকা ফি প্রদান করে আবেদন করতে হবে। তবে চ্যালেঞ্জ করার পর কোনো শিক্ষার্থীর ফল পরিবর্তন হলে তার সম্পূর্ণ আবেদন ফি ফেরত দেয়া হবে।
মঙ্গলবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও গুচ্ছ ভর্তি কমিটির যুগ্ম আহবায়ক অধ্যাপক ড. মো. ইমদাদুল এসব তথ্য জানান।
তিনি বলেন, গতবার ফল নিয়ে অনেকের অসন্তুষ্টি ছিল। পরবর্তীতে চ্যালেঞ্জের সুযোগ দেয়া হয়৷ এবারও সেই ধারাবাহিকতায় ফল চ্যালেঞ্জ করার সুযোগ দেয়া হয়েছে৷ দুই হাজার টাকা দিয়ে আবেদন করার পর কারো ফল পরিবর্তন হলে তার সম্পূর্ণ টাকা ফেরত দেয়া হবে। ৪ সেপ্টেম্বর আবেদনের সময় শেষ হবে৷ এরপর পুনরায় যাচাই শেষে ফল প্রকাশ করা হবে।
গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর টেকনিক্যাল কমিটি সূত্রে জানা যায়, ফল চ্যালেঞ্জের সময়সূচি শেষ হলে ২-৩ দিন লাগবে সেগুলো যাচাই বাছাই শেষে ফল প্রকাশ করতে। তবে এক্ষেত্রে যেসব পরীক্ষার্থীর ওএমআর (উত্তরপত্র) বিভিন্ন অসংগতির কারণে কম্পিউটার রিড করতে পারেনি অর্থাৎ ফল আসেনি তাদের ওএমআরগুলো ম্যানুয়াল পদ্ধতিতে যাচাই করা হবে পুনরায় ৷ এরপর কারোর ফল পরিবর্তন হলে সেটি জানিয়ে দেয়া হবে মুঠোফোনে মেসেজের মাধ্যমে ৷