২৫ মার্চ, গণহত্যা দিবস। দিনটি উপলক্ষ্যে এদিন রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত সারা দেশে প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন করা হবে। তবে কেপিআই এবং জরুরি স্থাপনাসমূহ এ কর্মসূচির আওতামুক্ত থাকবে।
আজ সোমবার সরকারি এক তথ্য বিবরণীতে এই তথ্য জানানো হয়েছে। এতে ২৫ মার্চ রাতে কোনো আলোকসজ্জা থাকতে পারবে না বলেও উল্লেখ করা হয়।
বিবরণীতে বলা হয়েছে, ২৫ মার্চ রাতে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবন ও স্থাপনায় কোনো আলোকসজ্জা থাকতে পারবে না। পরে ২৬ মার্চ সন্ধ্যা থেকে আলোকসজ্জা করা যাবে। ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষ্যে জাতীয় কর্মসূচি বাস্তবায়নে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।
প্রতীকী ব্ল্যাকআউট চলাকালীন কেপিআই এবং জরুরি স্থাপনাগুলো কর্মসূচির আওতার বাইরে থাকবে।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে গণহত্যা দিবসের এই সকল কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সর্বসাধারণকে অনুরোধ জানানো হয়েছে বলেও বিবরণীতে প্রকাশ রয়েছে।