রাজশাহী প্রতিনিধি:- সারা দেশে মার্চের প্রথম দিকে হঠাৎ পেঁয়াজের দাম বেড়ে যায়। রাজশাহীতেও ভোক্তাদের বেশি দামে পেঁয়াজ কিনতে হয়। মার্চের শুরুতে রাজশাহীতে পেঁয়াজের দাম ছিল ২৫-৩০ টাকা। প্রথম সপ্তাহে দাম বাড়তে বাড়তে হয়ে যায় কেজিতে প্রায় ৬০ থেকে ৭০ টাকা।
তবে এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কমেছে অর্ধেক। বর্তমানে বাজারে মানভেদে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৫-৪০ টাকায়। রাজশাহী নগরের সাহেববাজার কাঁচাবাজারসহ বিভিন্ন বাজার ঘুরে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এই তথ্য পাওয়া গেছে।
তাদের দেয়া তথ্যমতে, বাজারে পেঁয়াজের সরবরাহ পর্যাপ্ত রয়েছে। মুড়িকাটা পেঁয়াজের পাশাপাশি বাজারে আরও আগাম বিভিন্ন জাতের পেঁয়াজ বিক্রি হচ্ছে।
বিক্রেতারা বলছেন, দাম পেয়ে অনেক কৃষক আগেভাগেই পেঁয়াজ তুলছেন। ফলে বাজারে পেঁয়াজের সরবরাহ বেশি। এ কারণে বাজারে পেঁয়াজের দাম কমেছে।
সাহেববাজারের বিক্রেতা আলম আহমেদ বলেন, বাজারে অন্য সবজির দাম খুব বেশি বাড়েনি। তবে বাড়তি অবস্থায় স্থিতিশীল রয়েছে। সে জায়গা থেকে পেঁয়াজের দাম কমেছে। কাঁচাবাজারের ব্যবসায়ী সুজিত সরকার বলেন, পেঁয়াজের সরবরাহ থাকায় পেঁয়াজের দাম কমেছে।
তবে ক্রেতারা বলছেন, মৌসুম হিসাবে পিঁয়াজের দাম কমেনি। পেঁয়াজের ভরা মৌসুমে ৪০ টাকা দাম বেমানান। পেঁয়াজের দাম কিছুটা কমলেও অন্য সবকিছুর দাম বাড়তির দিকে।