Sunday , 5 May 2024
শিরোনাম

সম্পত্তি নিয়ে বিরোধ লাশ দাফনে প্রতিপক্ষের বাঁধা

লক্ষ্মীপুর প্রতিনিধি
রবিন হোসেন তাসকিন

লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে লাশ দাফনে বাধা দিয়েছে প্রতিপক্ষ। পরে স্থানীয় জনপ্রতিনিধি পুলিশ এবং নির্বাহী ম্যাজেস্ট্রেট এর উপস্থতিতে লাশ দাফন সম্পন্ন।

আজ (৭ অক্টোবর) সকাল ১০ টায় ঘটনাটি ঘটেছে সদর উপজেলার শরিফপুর গ্রামের বনাজী বাড়িতে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে সফিক ভূঁইয়া সাথে একই গ্রামের মুন্সি ভূঁইয়া বাড়ির মৃত- নুরুল আমিনের স্ত্রী মাকসুদা বেগম খুকির সাথে সম্পত্তি নিয়ে বিরোধ চলছে। এই নিয়ে মাকসুদা বেগম আদালতে একাধিক মামলা করলেও আদালত মাকসুদার মামলা খারিজ করে দেয়।
এরমধ্যে গতকাল রাত ২ টার সময় সফিক ভূঁইয়ার মৃত্যু হয়। সকালে ওই সম্পত্তিতে তাকে মাটি দেওয়ার জন্য কবর খোঁড়া শুরু করলে মাকসুদা এবং তার ছেলে নুপুর, দেলোয়ার, ভূঁইয়া, দিদার বাধা দেয়। এক পর্যায়ে মাটি ফেলে কবরটি ভরাট করে দেয়।
এমন সময় মৃত ব্যাক্তির পরিবার ও প্রতিবেশীরা বাধা দিলে মাকসুদা এবং তার ছেলেরা দেশীয় অস্ত্র সশ্র নিয়ে তাদের উপর চড়াও হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
পরে নির্বাহী ম্যাজেস্ট্রেট সিরাজুল সালেহ এবং ইউপি চেয়ারম্যান সাইফুল হাসান রনির উপস্থতিতে
মৃত-ব্যাক্তির দাফন সম্পন্ন করে পরিবার ও এলাকাবাসী।

(বক্সপপ: সাইফুল হাসান রনি ইউপি চেয়ারম্যান ১৭ ভবানীঞ্জ ইউনিয়ন)

ইউপি চেয়ারম্যান সাইফুল হাসান রনি বলেন, শুনেছি মৃত- সফিকের সাথে প্রতিপক্ষ মাকসুদা গংদের দেওয়ানী মামলা আছে। তাই আজ তার লাশ দাফনে বাধা দেয়। আমরা এখন মৃত ব্যাক্তির লাশ দাফন সম্পন্ন করেছি। আদালতের রায় অনুযায়ী পরবর্তী ব্যাবস্থা নেওয়া হবে।

Check Also

ক্লাস শুরু রোববার: মানতে হবে যেসব নির্দেশনা

সারা দেশে রোববার (৫ মে) থেকে মাধ্যমিক পর্যায়ের স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x