নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে ফাইনালে উঠেছে ভারত ও শ্রীলংকা। আগামী ১৫ অক্টোবর এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট পড়ার লক্ষ্যে ফাইনালে মুখোমুখি হবে ভারত ও শ্রীলংকার নারীরা।
আজ টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ভারত ৭৪ রানে হারিয়েছে থাইল্যান্ডকে। আর শ^াসরুদ্ধকর দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানকে মাত্র ১ রানে হারায় শ্রীলংকা।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম সেমিতে থাইল্যান্ডের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে ভারত। থাইল্যান্ডের বোলারদের বিপক্ষে বড় স্কোর দাঁড় করাতে পারেনি ভারত। ২০ ওভারে ৬ উইকেটে ১৪৮ রানের লড়াকু সংগ্রহ পায় টিম ইন্ডিয়া।
দলের পক্ষে সর্বোচ্চ ৪২ রান করেন শেফালি ভারমা। এছাড়া অধিনায়ক হরমানপ্রিত কৌর ৩৬ রান করেন।
জবাবে ভারতীয় বোলারদের দুর্দান্ত বোলিংয়ের সামনে নিজেদের মেলে ধরতে পারেনি থাইল্যান্ড। ২০ ওভারে ৯ উইকেটে ৭৪ রান করে থাইরা। ভারতের দিপ্তী শর্মা ৭ রানে ২ উইকেট নেন। ম্যাচ সেরা হন ভারতের শেফালি।
ভারত-থাইল্যান্ডের ম্যাচ শেষে একই ভেন্যুতে অন্য সেমিতে পাকিস্তানের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে শ্রীলংকা। পাকিস্তান বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে সুবিধা করতে পারেনি লংকান ব্যাটাররা। ২০ ওভারে ৬ উইকেটে ১২২ রানের মামুলি সংগ্রহ পায় শ্রীলংকা। সর্বোচ্চ ৩৫ রান করেন হরশিথা সামাবিক্রমা।
১২৩ রানের লক্ষ্যে দেখেশুনে এগোতে থাকে পাকিস্তান। ১০ ওভার শেষে ২ উইকেটে ৬২ রান তুলে তারা। ১৫ ওভার শেষে ৩ উইকেটে ৮৯ রান পায় পাকিস্তান।
আর ৭ উইকেট হাতে নিয়ে শেষ ১৮ বলে ১৮ রান দরকার ছিলো পাকিস্তানের। ১৮ ও ১৯তম ওভারে ২ উইকেট হারিয়ে ৯ রান তুলে তারা। শেষ ওভারে জয়ের জন্য ৯ রানের প্রয়োজনে, প্রথম পাঁচ বলে ৬ রান তুলে পাকিস্তান। তাই শেষ বলে ৩ রান দরকার পড়ে। কিন্তু শেষ বলে,রান আউট হন নিদা দার। ফলে ২০ ওভারে ৬ উইকেটে ১২১ রান তুলে ম্যাচ হারে পাকিস্তান।
অধিনায়ক বিসমাহ মারুফের ৪১ বলে সর্বোচ্চ ৪২ রানেও হার এড়াতে পারেনি পাকিস্তান। ৪ ওভারে ১৭ রানে ২ উইকেট নিয়ে ম্যাচ সেরা শ্রীলংকার ইনোকা রানাবিরা।