লোকমান আনছারী রাউজান প্রতিনিধি
চট্টগ্রামের রাউজান উপজেলায় স্বামী আত্মহত্যা করেছে স্বামী পরিত্যাক্তা এক মহিলা।১৯ অক্টোবর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে
উপজেলার সদর রাউজান ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বক্সি তালুকদার বাড়িতে এই আত্মহত্যার ঘটনাটি ঘটে।আত্মহননকারী মুন্নী আক্তার (৩৮) ঐ এলাকার সমশু মিয়ার মেয়ে। আত্মহননকারীর একটি কন্যা সন্তান রয়েছে বলে জানা যায়। স্থানীয় ইউপি সদস্য আবদুন নবী জানান, ঘরের দরজা বন্ধ করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে মুন্নী আক্তার। পুলিশ এসে ফাঁসিতে ঝুলিয়ে থাকা অবস্থায় লাশ উদ্ধার করে। রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল জানান, লাশ উদ্ধারের সময় দরজার বিতর থেকে বন্ধ ছিল। পুলিশ দরজা ভেঙ্গে ঝুলন্ত অবস্থায় মুন্নী আক্তারের মরদেহ ফাঁস থেকে নামিয়ে ছিল। তিনি জানান, প্রাথমিক ভাবে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় লোকজন জানান, আত্মহননকারী মানষিক বিপর্যস্ত ছিল। গত কয়েক বছর আগে স্বামীর সাথে বনিমানা না হওয়ায় সংসার ত্যাগ করে বাপের বাড়িতে চলে আসে এ মহিলা।