মুহাম্মদ আলী,স্টাফ রিপোর্টার:
‘পুলিশ জনতা এক সাথে সন্ত্রাস রুখবো কঠোর হাতে,সামাজিক অবক্ষয় রুখতে কমিউনিটি পুলিশিং অপরিহার্য এ ধরনের নানা ধরনের সামাজিক সচেতনতা মূলক প্লেকার্ড,ব্যানার হাতে পুলিশ সদস্য বৃন্দ,জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের অংশগ্রহণে পালিত হলো কমিউনিটি পুলিশিং ডে-২০২২।জেলা সদর ছাড়াও ৬টি উপজেলায় পৃথকভাবে পালন করা হয়েছে দিবসটি।দিবসটি উপলক্ষে ২৯শে অক্টোবর শনিবার সকালে বান্দরবান সদর থানার প্রাঙ্গণে জেলা পুলিশের আয়োজনে বর্ণাঢ্য র্যালী,আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে সদর থানা প্রঙ্গনে এসে শেষ হয়।
র্যালী পরবর্তী কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।বান্দরবান জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি বান্দরবান পৌরসভার সম্মানিত মেয়র মোহাম্মদ ইসলাম বেবী এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম পিপিএম। আলোচনা সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ শহীদুল ইসলাম। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপ-পরিচালক মোঃ লুৎফর রহমান,২এপিবিএন মেঘলা বান্দরবান অতিরিক্ত পুলিশ সুপার মোঃ বদিউজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার রেজা সরোয়ার, অতিরিক্ত পুলিশ সুপার, মোঃ নুরুল আবছার, জেলা পরিষদের সদস্য লক্ষী পদ দাশ, বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহীদুল ইসলাম,বান্দরবান প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম বাচ্চু, প্রথম আলো সাংবাদিক বুদ্ধজ্যোতি চাকমা,মুহাম্মদ আলী,বান্দরবান মুদির দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক বিমল কান্তি দাশ,বান্দরবান পৌরসভার ৭টি ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ, বান্দরবান সদর উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ,প্যানেল চেয়ারম্যান গন,বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ এসোসিয়েশন বান্দরবান জেলা শাখার সভাপতি সভাপতি মোঃ হেলাল উদ্দিন মেম্বার, মোঃ মোবারক মেম্বার, মোঃ জসিম উদ্দিন মেম্বার সহ অন্যান্য মেম্বারবৃন্দ।ব্যাবসায়ি মহলের প্রতিনিধি,সুশীল সমাজের প্রতিনিধি,জেলা পুলিশের বিভিন্ন পদের সদস্য বৃন্দ,গ্রাম পুলিশের সদস্য বৃন্দ,বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তা,বিভিন্ন প্রিন্ট-ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন পুলিশ জনগণের বন্ধু হয়ে সমাজের নানা স্থরে অপরাধ নির্মূলে একসাথে কাজ করে যাচ্ছে,আইনশৃঙ্খলা ও অপরাধ দমনে কমিউনিটি পুলিশিং এর কার্যক্রম কে আরো গতিশীল করার লক্ষে সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন হয়।পরিশেষে বান্দরবানস্থ সাত উপজেলার মধ্যে নাইক্ষংছড়ি থানার কমিউনিটি পুলিশিং সভাপতি ও সাধারণ সম্পাদক কে শ্রষ্টত্ব ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেন প্রধান অতিথি।