Tuesday , 7 May 2024
শিরোনাম

রাউজানে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

লোকমান আনছারী রাউজান প্রতিনিধি:

কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র শান্তি-শৃঙ্খলা সর্বত্র’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের রাউজান উপজেলায় কমিউনিটি পুলিশিং ডে উদযাপন হয়েছে। ২৯ অক্টোবর শনিবার সকালে রাউজান থানার আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কমিউিনিটি পুলিশ, রাউজান থানা ও জনপ্রতিনিধিদের অংশ গ্রহণে রাউজান থানা থেকে বর্ণাঢ্য একটি র‌্যালিটি বের হয়। র‌্যালিটি উপজেলা সদরস্থ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় থানা চত্তরে এসে শেষ হয়। এরপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল হারুণ। টেলি কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি। এস আই মোহাম্মদ শাহাদাত হোসেন এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, রাউজান উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সামাদ শিকদার, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, যুগ্ম সম্পাদক বশির উদ্দিন খান, রাউজান কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান বাবুল মিয়া, মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, প্রিয়তোষ চৌধুরী, আব্দুর রহমান চৌধুরী, লায়ন সাহাবুউদ্দিন আরিফ, রাউজান পৌর কাউন্সিলর এডভোকেট সমীর দাশগুপ্ত, আলমগীর আলী, এডভোকেট দীলিপ কুমার চৌধুরী, জসিম উদ্দিন চৌধুরী, শওকত হাসান, ওসি তদন্ত কায়ছার হামিদ, পৌর কৃষক লীগের সাধারণ সম্পাদক তছলিম উদ্দিন। বক্তব্য রাখেন রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল, রাউজান প্রেসক্লাবের সভাপতি শফিউল আলম, বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম, ছাত্রলীগ নেতা আরমান সিকদার, সাইদুল ইসলাম, জাহেদুল আলম সহ থানার পুলিশের অফিসার, স্থানীয় জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধাবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।

Check Also

ভারতে তৃতীয় দফায় লোকসভার ভোটগ্রহণ চলছে

ভারতের লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় ভোটগ্রহণ শুরু হয়েছে আজ। মঙ্গলবার (৭ মে) স্থানীয় সময় সকাল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x