Saturday , 27 April 2024
শিরোনাম

জোরপূর্বক জমি দখল করতে গাছ কর্তন বাড়িঘরে হামলা ও প্রাণনাশের হুমকি

স্টাফা রিপোর্টার:

জোরপূর্বক জমি দখল করতে মোঃ নাসির উদ্দিন খান গং কতৃক মোঃ সাইদুল্লাহ খানের জমিতে ফল ফলাদি গাছ কর্তন ও বাড়িঘরে হামলা এবং তার পরিবারের সদস্যদের উপর মারধর, প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে।
শুক্রবার (২৮ অক্টোবর) সরজমিনে গিয়ে জানা যায় চাঁদপুর- ফরিদগঞ্জ উপজেলার একতা বাজার এলাকার বাসিন্দা মোঃ সাইদুল্লাহ খান (৭০) গংদের উপর মোঃ নাসির উদ্দিন খান গং এবং তার সন্ত্রাসী বাহিনী কতৃক এ ঘটনা ঘটায়।

পিতা- মৃত সেরাজুল হক খানের চার পুত্র দুই মেয়ে। পুরো সম্পত্তি কারো মধ্যেই ভাগাভাগি হয়নি। ওই পরিবারের সকল দলিল পত্র তার ছোট ছেলে নাসির উদ্দিন খান দেখাশোনা করত। সহজ-সরল ভাইদের সরলতার সুযোগ নিয়ে তার পরিবারের সকল সম্পত্তি নিজের নামে খারিজ করে একই এলাকার প্রভাবশালী হাসমত উল্লাহ তালুকদার (৭০) এর কাছে বিক্রি করে দেন।
ওই জমিতে ফল ফলাদি গাছ কেটে দেয়াল নির্মাণ করার সময় মোঃ সালাউদ্দিন খান বাধা দিলে প্রভাবশালী হাসমত উল্লাহ তালুকদার ও তার তিন ছেলে এবং সন্ত্রাসী বাহিনী সহ তাদের উপর চওড়া হয়ে মারধর, প্রাণনাশের হুমকি দেন।

মোঃ সালাউদ্দিন খান ভয় পেয়ে এলাকার চেয়ারম্যান, মেম্বার ও ময়মুরুব্বিদেরকে বিষয়টি অবগত করেন। ফরিদগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরে অভিযোগের ভিত্তিতে চাঁদপুর জেলা দায়রা জজকোর্টে একটি মামলা দায়ের করা হয় যার নাম্বার ১১৯০/২০২২ইং, ধারা ১৪৫।

ঘটনাস্থলে গেলে এলাকাবাসী জানায়, চেয়ারম্যান, মেম্বার ও এলাকার ময় মুরুব্বি নিয়ে কয়েকবার সালিশ হওয়ার পরেও তাদের বিচারকে তোয়াক্ক না করে মোঃ সালাউদ্দিন খানের উপর তার ছোট ভাই মোঃ নাসির উদ্দিন খান (৪৫) ও প্রভাবশালী ব্যাক্তি মোঃ হাসমত উল্লাহ তালুকদার (৭০), ছেলে আলামিন তালুকদার (৪৫ ), শাহাজালাল তালুকদার, মোঃ নুরুল ইসলাম তালুকদার (কালু) সহ তাদের সন্ত্রাসী বাহিনী নিয়ে মোহাম্মদ সালাউদ্দিন খান ও তার পরিবারের সকলের উপরে বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি-ধমকি দিয়ে আসছে ।

ঘটনা সূত্রে আরও জানা যায়, মোঃ নাসির উদ্দিন খান তার বড় ভাই সালাউদ্দিন খানের পরিবারকে জমির পরিবর্তে ৫ লক্ষ টাকার প্রলোভন দেখান। এতে মোঃ সালাউদ্দিন খান তার প্রস্তাবে রাজি না হওয়ায় প্রতিনিয়ত মোঃ নাসির উদ্দিন খান তার সন্ত্রাসী দল বল নিয়ে মোঃ সালাউদ্দিন খানের পরিবারের উপর অনেক নিপীড়ন ও নির্যাতন চালিয়ে যাচ্ছে।

এদিকে প্রভাবশালী হাসমত উল্লাহ তালুকদার আদালতের নিষেধাজ্ঞা না মেনে ওই জমির ফল ফলাদি গাছ কর্তন করে ও দেয়াল নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে।

ভুক্তভোগী মোঃ সালাউদ্দিন খান চাঁদপুর জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কাছে অনাকাঙ্ক্ষিত হামলার ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে শান্তি শৃঙ্খলার জন্য অভিযুক্ত কারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করেন।

Check Also

লোকসভা নির্বাচন: ৬১ শতাংশ ভোট পড়েছে দ্বিতীয় ধাপে

ভারতে ১৮তম লোকসভা নির্বাচন চলছে। আজ শুক্রবার ছিল দেশটির দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ। ১৩টি রাজ্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x