Wednesday , 8 May 2024
শিরোনাম

“Development of Jute, Cotton, Wool and Acrylic blended shawl by handloom” শীর্ষক সভা অনুষ্ঠিত

“Development of Jute, Cotton, Wool and Acrylic blended shawl by handloom” শীর্ষক সভা অদ‌্য ২১ ন‌ভে/২২ খ্রিঃ দুপুর ০২ ঘটিকায় বিজেআরআই সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

উক্ত সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট এর মহাপরিচালক কৃ‌ষি‌বিদ ড. মো: আবদুল আউয়াল।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ড. মো: মজিবুর রহমান, সাবেক পরিচালক (জুট-টেক্সটাইল)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ রফিকুল ইসলাম, পরিচালক (পিটিসি), জনাব মোসলেম উদ্দিন, পরিচালক (কারিগরি), ড. নার্গীস আক্তার, পরিচালক (কৃষি)। সভাপতিত্ব করেন ড. ফেরদৌস আরা দিলরুবা, পরিচালক (জুট-টেক্সটাইল) বি‌জেআরআই।
এছাড়াও উক্ত সভায় অংশগ্রহণ ক‌রে প্রতিষ্ঠা‌নের সকল স্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভায় বিজেআরআই এর গ‌বেষণা সফলতার সহিত রাষ্ট্রীয় জনস্বার্থে কল্যাণ বয়ে আনবে বলে আশা করা যা‌চ্ছে।

Check Also

মধ্যপ্রাচ্যে সংঘাত হলে প্রভাব পড়বে বাংলাদেশে: প্রধানমন্ত্রী

মধ্যপ্রাচ্যে সংঘাত হলে তার প্রভাব বাংলাদেশে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x