মো.আহসানুল ইসলাম আমিন :
সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের চান্দের চর মৌজার পূর্ব চান্দের চর ও পশ্চিম চান্দের চরের বেদখল হওয়া রেকর্ডকৃত সরকারী হালট প্রশাসনের সহযোগিতায় উদ্ধারে নেমেছে স্থানীয় জনগণ। গতকাল মঙ্গলবার (২৯) নভেম্বর বেলা ১০ ঘটিকায় উদ্ধার কাজ শুরু হয়ে শেষ হয় বেলা ২ ঘটিকায়। স্থানীয় জনগণ ও উপজেলা ভূমি অফিস সূত্রে জানায়ায়। প্রায় ৩৯ বছর পূর্বে আর এস রেকর্ড করা সরকারী এই রাস্তাটি রেকর্ড হওয়ার পর ১৫ থেকে আনুমানিক ১৬ বছর স্থানীয় জনগণ ব্যবহার করলেও আস্তে আস্তে রাস্তাটি বেদখল হয়ে যায়।দীর্ঘ ২৪ বছর পর বেদখল হওয়া সরকারী রাস্তাটি আবার মানুষের প্রয়োজনের তাগিতে উদ্ধারে নেমেছেন স্থানীয়রা। ইতোমধ্যে পূর্ব চান্দের চর এলাকায় বেশীরভাগ রাস্তা উদ্ধার করে ভেকু দিয়ে মানুষ সহ গাড়ি চলাচলের উপযোগী করা হয়েছে।তবে পশ্চিম চান্দের চরের রেকর্ড করা সরকারী রাস্তাটি কিছু মানুষ অবৈধভাবে দখল করে বাড়ি বানিয়ে বসতি করায় রাস্তাটি উদ্ধার করতে সাময়িকভাবে বাঁধাগ্রস্ত হয় স্থানীয় প্রশাসন। তবে ভূমি অফিস কর্মকর্তার উপস্থিতিতে সেটা ও সমাধান হয়েছে।
এ বিষয়ে সিরাজদিখান ভূমি অফিস কর্মকর্তা (কানুনগো )মো. গোলাম মোস্তফা বলেন,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ জনপ্রতিনিধিরা যেভাবে বেদখল হওয়া সরকারী রাস্তাটি উদ্ধারের পদক্ষেপ নিয়েছে আমরা সেভাবেই তাদের সহযোগিতা করে কাজ করে যাচ্ছি। তবে কেউ যদি সরকারি রাস্তা ভোগদখল করে রাস্তা না দিয়ে গায়ের জোরে থাকতে চায় তাহলে সরকারি রাস্তায় ঘর বাড়ি দালান যাই পড়ুক আমরা সেটা ভেঙ্গে ফেলতে বাধ্য হবো।রেকর্ড করা সরকারী রাস্তা কেউ দখল করে রাখতে পারবেনা। বেদখল হওয়া সরকারী রাস্তা উদ্ধার কার্যক্রমে সহযোগিতা করেন সিরাজদিখান ভূমি অফিস কর্মকর্তা (কানুনগো)মো. গোলাম মোস্তফা,এ সময় আরও উপস্থিত ছিলেন বালুচর ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য আলেক চান সজীব,বালুচর ২ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মোঃ রমজান আলী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।