“জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ” অনুষ্ঠান ফরিদগঞ্জে অনুষ্ঠিত
মোঃ জাকির হোসেন, ফরিদগঞ্জ, চাঁদপুর প্রতিনিধি।।
নারী জাগরণ ও সমাজ পরিবর্তনের প্রতীক “জুলাই পুনর্জাগরণ”-এর মর্মবাণীকে ধারণ করে একটি মানবিক, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে আজ সকাল ৯:৩০ মিনিটে ফরিদগঞ্জসহ দেশব্যাপী একযোগে “জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ” অনুষ্ঠিত হয়।
ফরিদগঞ্জ উপজেলার অনুষ্ঠানটি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত
উপজেলা সমাজসেবা অফিসার মাহমুদুল হাসান এর সঞ্চালনায় এতে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া।
সারা দেশের অনুষ্ঠানমালা কেন্দ্রীয়ভাবে ভার্চুয়ালি উদ্বোধন ও তত্ত্বাবধান করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব শারমীন এস মুরশিদ।
অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) এআরএম জাহিদ হাসান, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহআলম পিপিএম, জুলাই আন্দোলনে আহত ব্যক্তিগণ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রী, নারী উদ্যোক্তা, এনজিও প্রতিনিধি, সমাজকর্মী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
শপথ পাঠে অংশগ্রহণকারীরা একটি বৈষম্যহীন, মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে নিজেদের প্রতিজ্ঞাবদ্ধ করেন।
বক্তারা নারী নেতৃত্ব, সামাজিক সাম্য, নারী নির্যাতন প্রতিরোধ, এবং নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের ওপর জোর দেন।
উপজেলা প্রশাসন, ফরিদগঞ্জ এর সার্বিক সহযোগিতায় উপজেলা সমাজসেবা কার্যালয় এ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানটি আয়োজন করে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এই শপথ পাঠ অনুষ্ঠান শুধু একটি কর্মসূচি নয়, এটি একটি সামাজিক আন্দোলনের সূচনা—যা সমাজে ইতিবাচক পরিবর্তনের বার্তা বহন করে।