Friday , 3 May 2024
শিরোনাম

মৃত্যুপথযাত্রী অসহায় রনিকে বাঁচাতে এগিয়ে আসুন

ইসমাইল হোসেন চাটমোহর(পাবনা)প্রতিনিধি:

টাকার অভাবে হতদরিদ্র মৃত্যুপথযাত্রী রনির অপারেশন খরচ জোগাড় করতে মানুষের দ্বারেদ্বারে যাওয়া শুরু করেছে রনির আত্বীয় ও প্রতিবেশি।

পাবনা চাটমোহর উপজেলার মথুরাপুরে গত ২৯ নবেম্বর (বৃহস্পতিবার) সকালে গাছ অটোতে উঠানোর সময় রনি পরে গিয়ে গাছ তার গায়ের উপর পরে যায়। তার পরে দ্রুত চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা অবনতি দেখে ঢাকা পঙ্গু হাসপাতে রেফার করে। তার আত্বীয় ও প্রতিবেশিরা বিভিন্ন মানুষের কাছে সহায়তার জন্য যাচ্ছে। মানুষের হৃদয়ের উষ্ণতা সংগ্রহ করে পৌঁছে দেবে অসহায় পরিবারটির হাতে।

আজ ৫ ডিসেম্বর রনির অবস্থা জানতে রনির বাবা মজিবর হোসেনকে মুঠোফোনে রনির অবস্থা খোঁজখবর নেওয়া হয়। জানা যায়, রনি অবস্থা অপরিবর্তিত আছে। রনির প্রস্রাবের রাস্থাদিয়ে কিছু রক্তক্ষরণ হচ্ছে। রনির চিকিৎসা চলছে। যেকোন দিন রনিকে অপারেশন করা হবে। তাই রনির অপারেশনের টাকা জোগার করতে হিমসিম খেয়ে যাচ্ছে। রনির বাবা একজন অটো ভ্যান চালক যা দিন এনে দিন খায়। তার ইনকামের দ্বারা সংসার চলে। রনির বাবার রনির কাছে পঙ্গু হাসপাতালের থাকায় তার পরিবারের রান্না বন্ধ হয়ে যাচ্ছে। প্রতিবেশীরা কিছু চাউল টাকা দিচ্ছে।তাই কোনমত দিন পার করছে।

উল্লেখ্য যে, রনির বাবা মা সবার কাছে রনির অপারেশনের জন্য আর্থিক সাহায্য কামনা করছে।
আপনারা সাহায্য করলে হয়তো রনিকে ফিরে পাওয়া যাবে।

রনির বাবার বিকাশ/নগদ অ্যাকাউন্ট নং- মজিবর 01734948334

এখানে মানবিক অনুভুতি সম্পন্ন মানুষেরা কথা বলতে পারেন এবং সাড়া দিতে পারেন।

মানুষের ওপর আস্থা রাখা এ সময়ে, দেখা যাক কি হয়?

Check Also

নরসিংদীতে গারদে আটক বন্দীকে খাবার না দেওয়ার অভিযোগ

সাদ্দাম উদ্দিন রাজ নরসিংদী জেলা নরসিংদী জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে অবস্থিত গারদখানার এক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x