ঢাকা , শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বনপাড়া পৌর বিএনপির নেতৃত্বে সরদার রফিকুল ইসলামকে ঘিরে জনগণের আশা ব্যারাকে যাওয়ার নির্দেশ বিমান বাহিনীর টাস্ক ফোর্স সদস্যদের, বিমানবন্দরের দায়িত্বে এপিবিএন ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের আয়োজনের প্রস্তুতি চলছে, নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা ইউপিইউ কাউন্সিলে পুনর্নির্বাচিত বাংলাদেশ, প্রধান উপদেষ্টার অভিনন্দন নওগাঁয় চার ভুয়া পুলিশ গ্রেফতার কুষ্টিয়ার খোকসায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিজ গ্রামে সেনাবাহিনীর হেলিকপ্টারে পৌঁছালো সাজেকে নিহত রিংকির মরদেহ রিয়াদে প্রবাস বাংলা ক্রিকেট লীগের শক্তিশালী টিম লক্ষ্মীপুর সিক্সাস এর জার্সি উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন  শারদীয় দুর্গা পূজা উৎসব উপলক্ষে দীঘিনালা জোনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গলাচিপা এনজেড আলিম মাদ্রাসার নবীন বরণ

মালয়েশিয়ায় হুন্ডি কারবার, ৬ বাংলাদেশি আটক

সাংবাদিক

 

মালয়েশিয়ায় ছয় বাংলাদেশিকে আটক করেছে পুত্রজায়া ইমিগ্রেশন সদর দফতরের ইন্টেলিজেন্স অ্যান্ড স্পেশাল অপারেশনস বিভাগ। সংস্থাটির দাবি, আটককৃতরা হুন্ডি কারবারে জড়িত। আটক হওয়াদের মধ্যে হুন্ডি কারবারের মূল হোতাও রয়েছে। তারা ক্লাং উপত্যকার আশেপাশের বাংলাদেশিদের লক্ষ্য করে কাজ করে আসছিল।

সোমবার (২৮ জুলাই) ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান এক বিবৃতিতে বলেন, পুত্রজায়া ইমিগ্রেশন সদর দপ্তরের গোয়েন্দা ও বিশেষ অপারেশন বিভাগের কর্মকর্তাদের একটি দল গত ২৭ জুলাই চারটি পৃথক স্থানে  বিশেষ অভিযান পরিচালনা করে।  জনসাধারণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হওয়া অভিযানের সময় একজন বাংলাদেশিকে আটক করা হয়, যাকে মূল পরিকল্পনাকারী বলে মনে করা হচ্ছে। এছাড়া পাঁচজন বাংলাদেশিকেও আটক করা হয়েছে, যারা গ্রাহক বলে মনে করা হচ্ছে।

আটককৃত বাংলাদেশিদের বয়স ২৬ থেকে ৪৮ বছরের মধ্যে বলে ওই বিবৃতিতে জানানো হয়।

জাকারিয়া বলেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে, তাদের একজনের কাছে কর্মসংস্থান পাস ছিল। অন্য পাঁচজনের কাছে মালয়েশিয়ায় থাকার কোনো বৈধ পাস ছিল না। অপারেশন টিম মোট নগদ ১২ লাখ ১৫ হাজার রিঙ্গিত জব্দ করেছে, যা লাইসেন্সবিহীন মানি চেঞ্জার কার্যকলাপের ফলাফল বলে সন্দেহ করা হচ্ছে।  জব্দ করা হয়েছে লেনদেনের বই ও দুটি মোবাইল ফোন।

হুন্ডির কার্যকলাপটি এক বছর ধরে পরিচালিত হচ্ছে বলে মনে করা হচ্ছে।

বিবৃতিতে বলা হয়, আটককৃতদের পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য পুত্রাজায়া ইমিগ্রেশন অফিসে নিয়ে যাওয়া হয়েছে। তদন্তে সহায়তা করার জন্য একজন স্থানীয় মহিলা ও দুই বাংলাদেশি পুরুষকে অফিসে উপস্থিত হওয়ার নোটিশ দেওয়া হয়েছে।

 

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৬:০৪:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
৫৬৫ Time View

মালয়েশিয়ায় হুন্ডি কারবার, ৬ বাংলাদেশি আটক

আপডেটের সময় : ০৬:০৪:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫

 

মালয়েশিয়ায় ছয় বাংলাদেশিকে আটক করেছে পুত্রজায়া ইমিগ্রেশন সদর দফতরের ইন্টেলিজেন্স অ্যান্ড স্পেশাল অপারেশনস বিভাগ। সংস্থাটির দাবি, আটককৃতরা হুন্ডি কারবারে জড়িত। আটক হওয়াদের মধ্যে হুন্ডি কারবারের মূল হোতাও রয়েছে। তারা ক্লাং উপত্যকার আশেপাশের বাংলাদেশিদের লক্ষ্য করে কাজ করে আসছিল।

সোমবার (২৮ জুলাই) ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান এক বিবৃতিতে বলেন, পুত্রজায়া ইমিগ্রেশন সদর দপ্তরের গোয়েন্দা ও বিশেষ অপারেশন বিভাগের কর্মকর্তাদের একটি দল গত ২৭ জুলাই চারটি পৃথক স্থানে  বিশেষ অভিযান পরিচালনা করে।  জনসাধারণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হওয়া অভিযানের সময় একজন বাংলাদেশিকে আটক করা হয়, যাকে মূল পরিকল্পনাকারী বলে মনে করা হচ্ছে। এছাড়া পাঁচজন বাংলাদেশিকেও আটক করা হয়েছে, যারা গ্রাহক বলে মনে করা হচ্ছে।

আটককৃত বাংলাদেশিদের বয়স ২৬ থেকে ৪৮ বছরের মধ্যে বলে ওই বিবৃতিতে জানানো হয়।

জাকারিয়া বলেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে, তাদের একজনের কাছে কর্মসংস্থান পাস ছিল। অন্য পাঁচজনের কাছে মালয়েশিয়ায় থাকার কোনো বৈধ পাস ছিল না। অপারেশন টিম মোট নগদ ১২ লাখ ১৫ হাজার রিঙ্গিত জব্দ করেছে, যা লাইসেন্সবিহীন মানি চেঞ্জার কার্যকলাপের ফলাফল বলে সন্দেহ করা হচ্ছে।  জব্দ করা হয়েছে লেনদেনের বই ও দুটি মোবাইল ফোন।

হুন্ডির কার্যকলাপটি এক বছর ধরে পরিচালিত হচ্ছে বলে মনে করা হচ্ছে।

বিবৃতিতে বলা হয়, আটককৃতদের পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য পুত্রাজায়া ইমিগ্রেশন অফিসে নিয়ে যাওয়া হয়েছে। তদন্তে সহায়তা করার জন্য একজন স্থানীয় মহিলা ও দুই বাংলাদেশি পুরুষকে অফিসে উপস্থিত হওয়ার নোটিশ দেওয়া হয়েছে।