বিশ্বকাপে প্রথম আফ্রিকার দেশ হিসেবে সেমিফাইনালে নাম লিখিয়ে ইতিহাস রচনা করে মরক্কো। যা বেশ আবেগ তাড়িত করে মরক্কোর সমর্থকদের। আর তাই বুধবারের (১৪ ডিসেম্বর) ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচ দেখতে মরক্কোর সমর্থকদের জন্য অতিরিক্ত ৩০টি ফ্লাইট ছাড়ার ঘোষণা দেয় দেশটির জাতীয় এয়ারলাইন্স।তবে বিশ্বকাপের আয়োজক দেশ কাতারের সিদ্ধান্তে সব ফ্লাইট বাতিল করেছে মরক্কোর ‘রয়েল এয়ার মারক।’ এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। কাতারের জারি করা সর্বশেষ বিধিনিষেধের কারণে নির্ধারিত।