Tuesday , 30 April 2024
শিরোনাম

ডিএমপিতে আইজিপি ব্যাজ পেলেন ৮৭ জন

আইন-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা বিধান, জনসেবামূলক কর্মকাণ্ড, মামলার রহস্য উদঘাটন, ভালো পুলিশিং, সরকারি ও ব্যক্তিগত কর্মকাণ্ড দিয়ে পুলিশ বাহিনীর ইমেজ বৃদ্ধিকরাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে অবদান রাখছেন পুলিশ বাহিনীর সদস্যরা। তাদের অবদানের স্বীকৃতিস্বরূপ ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ প্রতিবছর সেসকল পুলিশ সদস্যদের আইজিপি ব্যাজ পরিয়ে সম্মানিত করেন।

‘পুলিশ সপ্তাহ ২০২৩’ উপলক্ষে গত বছরের প্রশংসনীয় এবং ভালো কাজের স্বীকৃতি হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৮৭ জন পুলিশ সদস্যকে আইজিপি ব্যাজ প্রদান করা হয়েছে।

ডিএমপিতে ‘এ’ ক্যাটাগরিতে আইজিপি ব্যাজ পেয়েছেন ৩৫ জন, ‘বি’ ক্যাটাগরিতে পেয়েছেন ১৩ জন, ‘সি’ ক্যাটাগরিতে পেয়েছেন ২৪ জন, ‘ডি’ ক্যাটাগরিতে পেয়েছেন ৩ জন, ‘ই’ ক্যাটাগরিতে পেয়েছেন ৪ জন ও ‘এফ’ ক্যাটাগরিতে ৮ জন পুলিশ সদস্য।

বৃহস্পতিবার রাজারবাগ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে আনুষ্ঠানিকভাবে আইজিপি ব্যাজ ২০২৩ পরিয়ে দেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

Check Also

দেশজুড়ে বৃষ্টির সুখবর দিলো আবহাওয়া অফিস

দেশে টানা তাপপ্রবাহ চলছে। এরমধ্যে কোথাও কোথাও তাপপ্রবাহ অতি তীব্র আকার ধারণ করেছে। চুয়াডাঙ্গায় চলতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x