Wednesday , 8 May 2024
শিরোনাম

জেদ্দায় সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের হজ চুক্তি কাল

করোনা পরবর্তী সবচেয়ে বড় হজ পালনের আয়োজন করতে যাচ্ছে সৌদি সরকার। সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, এ বছর কমপক্ষে ৩০ লাখ ধর্মপ্রাণ মুসলমান হজ পালন করবেন। দেশটি আশা করছে এ বছর বহির্বিশ্ব থেকে কমপক্ষে ২০ লাখ মুসলমান হজে অংশ নেবেন। এ ছাড়া স্থানীয় পর্যায়ে ১০ লাখের মতো মুসলমান হজে অংশ নেবেন। স্থানীয়দের এ বছর হজে অংশ নেওয়ার জন্য ইতিমধ্যে অনলাইনে নিবন্ধনের আবেদন গ্রহণ করা হচ্ছে।

আগামীকাল সৌদি আরবের বন্দর নগরী জেদ্দায় তিন দিনব্যাপী উদ্বোধন করা হবে। এ বছর বাংলাদেশ থেকে ১ লক্ষ ২৭ হাজার ১২৮ জন হজ পালন করার কথা রয়েছে, এ বছর (২০২৩) সালের হজ চুক্তি সম্পাদন করার জন্য বাংলাদেশের ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান ও বেসরকারি এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব হাব এর সভাপতি শাহাদাত হোসেন তসলিম ইতিমধ্যে সৌদি আরবে পৌঁছেছেন।

আগামীকাল সৌদি হজ ও ওমরা মন্ত্রী ডক্টর তৌফিক দিন ফাওজান আল রাবিহা এর সঙ্গে দ্বিপক্ষীয় এই চুক্তি সম্পাদনের কথা রয়েছে।

রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও বৈশ্বিক বিভিন্ন সমস্যার কারণে এ বছর হজের খরচ বাড়তে পারে বলে জানা গেছে, বিশেষ করে সৌদি আরবে ভ্যাট পরিবর্তন, হোটেল, পরিবহন ও সরকারিভাবেও খরচ বৃদ্ধি পাবে বলে আবাস পাওয়া গেছে।

Check Also

১৩৯ উপজেলায় আজ ভোট, ইসির যত প্রস্তুতি

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোট গ্রহণ বুধবার (৮ মে) অনুষ্ঠিত হবে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x